ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ঢাকায় পৌঁছেছেন পেস বোলিং কোচ ওয়ালশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৭, সেপ্টেম্বর ৩, ২০১৬
ঢাকায় পৌঁছেছেন পেস বোলিং কোচ ওয়ালশ কোর্টনি ওয়ালশ-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে যোগ দিতে ঢাকায় পা রাখলেন কোর্টনি ওয়ালশ। শনিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন ওয়েস্ট ইন্ডিজের এ কিংবদন্তি।

ক্যারিবীয়দের ‘পেস ব্যাটারি’ খ্যাত ওয়ালশ বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন। এর আগে এক বিবৃতিতে নতুন দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, ‘স্পেশালিস্ট বোলিং কোচ হিসেবে বিসিবিতে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। দলটার সঙ্গে কাজ শুরু করতে আমি মুখিয়ে আছি। ’
 
ওয়ালশ ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৩২ টেস্টে ৫১৯টি উইকেট নিয়েছেন। যা এক সময় ছিল বিশ্বরেকর্ড। ক্যারিবীয়দের হয়ে এখনও তিনি সাদা পোশাকে সর্বোচ্চ উইকেট শিকারি। এছাড়া ওয়ানডেতে ২০৫ ম্যাচে ২২৭টি উইকেট নিয়েছেন তিনি।

২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর বেশ কয়েকটি দলের মেন্টর হিসেবে কাজ করেন ওয়ালশ। নিজ দেশের অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে কাজ করেছেন। এছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জ্যামাইকা তালাওয়াসের বোলিং পরামর্শক ছিলেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের নির্বাচকের ভূমিকায়ও দেখা গেছে তাকে। তবে পূর্ণাঙ্গ বোলিং কোচ হিসেবে এবারই প্রথম বাংলাদেশের সঙ্গে কাজ করবেন কোর্টনি ওয়ালশ।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ