ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

কন্যার বাবা হলেন আশরাফুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩৭, সেপ্টেম্বর ৫, ২০১৬
কন্যার বাবা হলেন আশরাফুল ছবি: সংগৃহীত

ঢাকা: প্রথম কন্যা সন্তানের বাবা হলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। রাজধানীর স্কয়ার হাসপাতালে তার কন্যা সন্তানের জন্ম হয়।

রোববার (০৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টায় আশরাফুলের স্ত্রী আনিকা তাসলিমা অর্চির কোল জুড়ে ফুটফুটে কন্যা সন্তান আসে। অর্চি এবং তার কন্যা সুস্থ আছেন বলে জানা যায়। টাইগারদের সাবেক এই দলপতি সকলের কাছে তার স্ত্রী ও সন্তানের মঙ্গল কামনায় দোয়া চেয়েছেন।

রোববার দুপুরে আশরাফুলের স্ত্রীকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

গত বছরের জুলাইয়ের মাঝামাঝি সময়ে আশরাফুল আর অর্চির পরিবারের সদস্যদের উপস্থিতিতে আংটি বদল হয়। আর ১১ ডিসেম্বর দু’জন বিবাহবন্ধনে আবদ্ধ হন।
 
বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, ০৫ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ