ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

টেস্টের দ্বি-স্তর প্রস্তাব বাতিলে উচ্ছ্বসিত পাপন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৪, সেপ্টেম্বর ৭, ২০১৬
টেস্টের দ্বি-স্তর প্রস্তাব বাতিলে উচ্ছ্বসিত পাপন নাজমুল হাসান পাপন-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অবশেষে টেস্ট ক্রিকেটের দ্বি-স্তর নীতি থেকে সরে আসলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বুধবার দুবাইয়ে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার এক নির্বাহী বৈঠকে বাতিল করা হয় প্রস্তাবটি।

আর এমন খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

মিরপুরে অনুষ্ঠিত মাস্টার্স ক্রিকেট কার্নিভালের শিরোপা নির্ধারণী ম্যাচে পুরস্কার বিতরণীর পর পাপন বলেন, ‘এটা আমাদের জন্য সুখবর। কেননা প্রথম থেকেই আমরা প্রতিবাদ করে আসছিলাম। আর আমাদের সঙ্গে ভারত, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে যোগ দেওয়ার ফলে প্রতিবাদ আরও জোড়াল হয়। এতে করে ক্রিকেটে ভালো কিছু না হলেও খারাপ কিছু হচ্ছে না। ’

দ্বি-স্তর নীতিটি হলো টেস্ট খেলুড়ে দেশগুলোকে দু’ভাগে ভাগ করে ফেলা। যেখানে র্যাংকিংয়ের শীর্ষ সাত দল খেলবে একসঙ্গে। আর টেস্টের ১০ দলের মধ্যে নিচের বাকি তিন দেশ খেলবে ইন্টারকন্টিনেন্টাল কাপের সেরা দুই দলের বিপক্ষে। ইন্টারকন্টিনেন্টাল কাপে সেরা দুই দল বর্তমানে আফগানিস্তান ও আয়ারল্যান্ড।

বাংলাদেশের বর্তমান টেস্ট র্যাংকিং নয় নম্বর। ফলে দ্বি-স্তর নীতি যদি বাস্তবায়ন হতো তবে বড় দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ হারাতো টাইগাররা। তাই এ প্রস্তাবটির প্রথমেই বিরোধীতা করে আসছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরবর্তীতে বাংলাদেশের সঙ্গে একই সুরে ঠোট মেলায় শ্রীলঙ্কা, ভারত ও জিম্বাবুয়ে। ফলে শেষ পর্যন্ত সরে আসতেই হলো আইসিসিকে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ০৭ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস/এইচএল

**বাংলাদেশের সমর্থনে আইসিসি, দ্বি-স্তর নীতি বাতিল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ