ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডেতে পারবে তো জাহানারার দল?

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
ওয়ানডেতে পারবে তো জাহানারার দল? ছবি:সংগৃহীত

ঢাকা: সব ম্যাচে জয়ের আশা নিয়ে আয়ারল্যান্ডে পাড়ি জমিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রত্যাশা অনুযায়ী শুরু করতে পারেনি জাহানারা আলমরা।

প্রথম টি-টোয়েন্টি হারের পর সিরিজের শেষ ম্যাচ ধুয়ে গেল বৃষ্টিতে। সিরিজে ১-০ তে হার মেনেই এবার শুরু হচ্ছে জাহানারাদের ওয়ানডের লড়াই।

দুই ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি আগামীকাল (০৮ সেপ্টেম্বর)। উত্তর আয়ারল্যান্ডের ব্রিডিতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়।

এবারই প্রথম ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক জাহানারা আলম। কাঁধের ইনজুরির কারণে আয়ারল্যান্ড সিরিজের দল থেকে ছিটকে পড়েন ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক সালমা খাতুন। আয়ারল্যান্ড সফরে এ অলরাউন্ডারের অভাব ভালোই টের পাচ্ছে জাহানারা-রুমানারা।

টি-টোয়েন্টি সিরিজ জয়ের আনন্দ নিয়ে ওয়ানডে সিরিজ শুরু করতে পারতেন জাহানারারা। যদি না প্রথম টি-টোয়েন্টিতে তীরে এসে তরী না ডুবতো বাংলার মেয়েদের। পর্যাপ্ত উইকেট হাতে রেখেও শেষ ওভারে ১০ রান তুলতে পারেনি রুমানা আহমেদ-নিগার সুলতানারা।

শেষের ভুলে বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকা ম্যাচটি বগলদাবা করে নেয় স্বাগতিকরা। শেষ ওভারে বাংলাদেশ তুলতে পারে মাত্র ৩ রান। শেষ পর্যন্ত ৬ রানে হার ‍মানে টাইগ্রেসরা।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ০৭ সেপ্টেম্বর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।