ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

কোহলিতে মুগ্ধ ভারতের সাবেক কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৭, সেপ্টেম্বর ৯, ২০১৬
কোহলিতে মুগ্ধ ভারতের সাবেক কোচ ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের ব্যাটিং সেনসেশন বিরাট কোহলির নেতৃত্বে মুগ্ধ দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা গ্যারি কারেস্টেন। টিম ইন্ডিয়ার টেস্ট দলপতি কোহলিকে বিস্ময়কর প্রতিভা বলেও জানান ভারতের বিশ্বকাপ জয়ী কোচ।

প্রোটিয়াদের হয়ে ১০১ টেস্ট খেলা কারেস্টেন কোহলির প্রসঙ্গে জানান, ‘গ্রেট অধিনায়কদের মধ্যে কোহলি ভারতের একজন হবে। তার নেতৃত্ব বিস্ময় জাগায়, যেমনটি তার ব্যাটিং মুগ্ধ করে। মাঠের পারফর্মে তার উদাহরণ বহুবার পেয়েছি। জাতীয় দলের হয়ে সাদা পোশাকে সে যেভাবে দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়, তা এক কথায় অসাধারণ। সে যখন দলকে নেতৃত্ব দেয়, তখন তা অন্যদের মাঝেও প্রেরণা যোগায় বলে বিশ্বাস করি। ’

কারেস্টেন কোচ থাকাকালীন ভারতের তিন ফরমেটের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। বর্তমানে ওয়ানডে আর টি-টোয়েন্টির দায়িত্ব পালন করছেন ধোনি। তবে, প্রোটিয়া এই ওপেনার ধোনি-কোহলির অধিনায়কত্বের কোনো তুলনা দিতে চান না।

টিম ইন্ডিয়ার দুই অধিনায়ক প্রসঙ্গে দ. আফ্রিকার হয়ে ১৮৫ ওয়ানডে খেলা কারেস্টেন জানান, ‘ধোনি অসাধারণ অধিনায়ক। আমি যখন কোচ ছিলাম তখন তার সাথে কাজ করে উপভোগ করেছি। এরপর খুব কাছ থেকে ভারতের খেলা দেখা হয়নি। তাই ধোনি-কোহলির মাঝে তুলনা কিংবা পার্থক্য করা আমার জন্য বেশ কঠিন। ধোনি অন্য মাপের একজন দলপতি। ’

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ০৯ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ