ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

ক্রিকেট

জামিনে মুক্তি পেলেন লঙ্কান বোলার কুলাসেকেরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৮, সেপ্টেম্বর ২০, ২০১৬
জামিনে মুক্তি পেলেন লঙ্কান বোলার কুলাসেকেরা নুয়ান কুলাসেকেরা-ছবি:সংগৃহীত

ঢাকা: জামিনে মুক্তি পেলেন শ্রীলঙ্কান পেসার নুয়ান কুলাসেকেরা। সড়ক দুর্ঘটনায় ২৮ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুতে জড়িত হয়ে পড়েছিলেন ডানহাতি এ বোলার।

শ্রীলঙ্কান ক্রিকেটের এক বিবৃতিতে এমনটি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় কুলাসেকেরা কলম্বো থেকে ক্যান্ডিতে যাচ্ছিলেন। এমন সময় অপর পাশ থেকে এক মটরসাইকেল আরোহী বাসকে ওভারটেক করতে গিয়ে কুলাসেকেরার সামনে এসে পড়ে। ’

৩৪ বছর বয়সী কুলাসেকেরা গত জুনে টেস্ট থেকে অবসর নিয়েছেন। আর ওয়ানডেতে এখন পর্যন্ত তিনি ১৭৩টি ম্যাচে ১৮৬ উইকেট পেয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।