ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ছিটকে গেলেন ইশান্ত শর্মা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
ছিটকে গেলেন ইশান্ত শর্মা ছবি: সংগৃহীত

ঢাকা: ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টেস্ট সিরিজ শুরুর আগেই ভারতকে দুঃসংবাদ শুনতে হলো। এ ফরমেটে দলের নিয়মিত পেসার ইশান্ত শর্মাকে প্রথম ম্যাচে পাচ্ছে না স্বাগতিকরা।

অসুস্থতাজনিত কারণে কানপুর টেস্টে দলের বাইরে থাকবেন ২৮ বছর বয়সী এ ডানহাতি ফাস্ট বোলার।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) প্রথম টেস্টে মুখোমুখি হবে দু’দল। কানপুরের গ্রিন পার্কে বাংলাদেশ সময় সকাল ১০টায় খেলা শুরু হবে। বাকি দু’টি ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ৩০ সেপ্টেম্বর ও ৮ অক্টোবর। টেস্ট শেষে রয়েছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।

৭২ টেস্টে ২০৯ উইকেট নেওয়া ইশান্তের পরিবর্তে এখনো স্কোয়াডে বিকল্প বোলার চাননি প্রধান কোচ অনিল কুম্বলে। তার অনুপস্থিতিতে টিম ইন্ডিয়ার পেস অ্যাটাক মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার ও উমেশ যাদবের মধ্যে সীমাবদ্ধ থাকবে।

এদিকে, সফরকারী নিউজিল্যান্ডের জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ইনজুরি। পাঁজরে আঘাত পাওয়ায় প্রথম টেস্টে খেলতে পারবেন না অলরাউন্ডার জেমস নিশাম। অ্যাঙ্কেল (গোড়ালি) ইনজুরিতে টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেছেন পেসার টিম সাউদি।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।