ঢাকা, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

আশরাফুলের বাবার মৃত্যুতে বিসিবির শোক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৫, সেপ্টেম্বর ২০, ২০১৬
আশরাফুলের বাবার মৃত্যুতে বিসিবির শোক

ঢাকা: বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শোক জানানো হয় বিসিবির পক্ষ থেকে।

আশরাফুলের বাবা আব্দুল মতিন সোমবার রাতে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। আব্দুল মতিন স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  

ব্রা‏হ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মরহুমের দাফন সম্পন্ন হয়। নিজ গ্রাম মানিকপুর হাফেজ মোহাম্মদুল্লাহ ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে সকাল নয়টায় ঢাকার রামপুরার বনশ্রীতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। স্ত্রী-সন্তানদের নিয়ে বনশ্রীর বাসাতেই থাকতেন আব্দুল মতিন।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ