ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

প্রাণহীন শের-ই-বাংলার গ্যালারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৯, সেপ্টেম্বর ২৫, ২০১৬
প্রাণহীন শের-ই-বাংলার গ্যালারি ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: মাঠে চলছে প্রিয় বাংলাদেশের খেলা। কিন্তু গ্যালারিতে কোনো উত্তেজনা নেই, নেই কোনো উল্লাসের লেশমাত্র।

যেন পুরো শের-ই-বাংলা স্টেডিয়ামের সমর্থকরা ঘুমিয়ে পড়েছেন। গ্র্যান্ডস্ট্যান্ড, ভিআইপি, শহীদ মোস্তাক, জুয়েল অথবা উত্তর কিংবা দক্ষিণের গ্যালারি কোথায় যেন কেউ নেই।

গ্যালারি থেকে উচ্চস্বরে ভেসে আসছে না বাংলাদেশ! বাংলাদেশ! কিংবা ‘গো টাইগার গো’ এমন আওয়াজ। হাতে করে বয়ে আনা প্রিয় টাইগারকে উচ্চে তুলে ধরছেন না কোনো সমর্থক। যেন কেউ এসে গলা টিপে বন্ধ করে দিয়ে গেছে তাদের কণ্ঠ।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আশানুরূপ খেলতে পারছেন না বাংলাদেশ।

বাংলাদেশ যেখানে আইসিসি’র টেস্ট খেলুড়ে দেশ, সেখানে তাদের প্রতিপক্ষ সহযোগী দেশ আফগানিস্তান। কিন্তু তারপরেও কেমন যেন নিষ্প্রাণ খেলা খেলে যাচ্ছে লাল-সবুজের দল। এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই লড়াকু বাংলাদেশকে, যে বাংলাদেশ লড়াকু খেলা উপহার দিয়ে গেল বছর ছন্নছাড়া করে দিয়েছিল পাকিস্তান, ভারত ও ক্রিকেটে সব সময়ের শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকাকে।

বাংলাদেশের খেলা দেখে মনে হচ্ছে দীর্ঘ ১০ মাস আন্তর্জাতিক ওয়ানডে থেকে দূরে থাকাটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।

টস জিতে টাইগাররা যখন ব্যাট করছিলেন তখন ব্যাটে যেমন ধার দেখা যায়নি, তেমনি এখন ভোঁতা তাদের বোলিং। কাবুলিয়ালাদের বোলিংয়ের সামনে ২৬৫ রানের মাঝারি সংগ্রহে অলআউট হওয়া বাংলাদেশকে এখন অতিক্রম করছে সফরকারী আফগানিস্তান।

দারুণ ধীরলয়ে এবং যথেষ্টই নিপুন হাতে আফগানরা জবাব দিয়ে যাচ্ছেন মাশরাফি, তাসকিন, রুবেল ও সাকিবের মতো বিশ্বসেরা বোলারদের এক একটি বল।

সঙ্গত কারণেই অনেকটাই স্তব্ধ পুরো মিরপুর-শের-বাংলা জাতীয় স্টেডিয়ামের ২৫ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন এই গ্যালারির।

বাংলাদে সময়: ২১৫৫ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।