ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ঐতিহাসিক টেস্টে ভারতের অবিস্মরণীয় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪২, সেপ্টেম্বর ২৬, ২০১৬
ঐতিহাসিক টেস্টে ভারতের অবিস্মরণীয় জয় ছবি: সংগৃহীত

ঢাকা: চতুর্থ দিনেই জয়ের সুবাস পেয়েছিলেন বিরাট কোহলিরা। হলোও তাই।

নিজেদের টেস্ট ইতিহাসে ৫০০তম ম্যাচটি দাপটের সঙ্গেই জিতে নিল ভারত। ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ১৯৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ গোল গেল টিম ইন্ডিয়া।

স্কোর: ভারত - ৩১৮ ও ৩৭৭/৫ ডিক্লে.
নিউজিল্যান্ড - ২৬২ ও ২৩৬

প্রথম ইনিংসের রানও (২৬২) তুলতে পারেনি ব্যাক ক্যাপসরা। কানপুরে ৪৩৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৩৬-এ গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। চার উইকেটে ৯৩ রান নিয়ে শেষ দিনে ব্যাটিং নামে কিউইরা। এ জুটিতেই সর্বোচ্চ ১০২ রান যোগ করেন লুক রনকি (৮০) ও মিচেল স্যান্টনার (৭১)। আর কেউই দলের হাল ধরতে পারেননি। অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাট থেকে অাসে ২৫।

প্রথম ইনিংসে চার উইকেটের পর দ্বিতীয় ইনিংসে কিউই ব্যাটসম্যানদের আরো কোণঠাসা করে রাখেন রবিচন্দ্রন অশ্বিন। একাই তুলে নেন ছয়টি উইকেট। আর প্রথম ইনিংসের সর্বোচ্চ উইকেটশিকারি (৫) রবিন্দ্র জাদেজাকে একটি উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। মোহাম্মদ শামি নেন দু’টি। রান আউটের ফাঁদে পড়েন রস টেইলর (১৭)।

কলকাতার ইডেন গার্ডেনসে আগামী ৩০ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু যথারীতি সকাল ১০টায়।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।