ঢাকা: শ্রীলঙ্কায় অনুষ্ঠিত রেড বুল ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ডসে রানার্সআপ হওয়া বাংলাদেশের ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) ক্রিকেট দলকে সংবর্ধিত করা হলো ইউনিভার্সিটির পক্ষ থেকে। গত ১২ সেপ্টেম্বর গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে শ্রীলঙ্কার বিজনেস ম্যানেজমেন্ট স্কুলের বিপক্ষে লড়াই জমিয়েও শেষ পর্যন্ত ২৪ রানে রানে যায় ইউল্যাব।
রানার্সআপ ট্রফি ওঠে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়তের হাতে। তৃতীয়বারের মতো রেড বুল ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ডসে অংশ নেয়া প্রাইভেট বিশ্ববিদ্যালয়টির এটিই সেরা সাফল্য।
সোমবার (২৬ সেপ্টেম্বর) শের-ই-বাংলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে ফুল ও ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয় দলটির খেলোয়াড়-কোচ-ম্যানেজারকে। এ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিতি থেকে খেলোয়াড়দের ক্রেস্ট তুলে দেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এ সময় ইউল্যাবের ট্রাস্টি বোর্ডের সদস্য ও বিসিবি পরিচালক কাজী ইনাম আহমেদ উপস্থিত ছিলেন।
কাজী ইনাম বলেন, ‘সবচেয়ে বড় ব্যাপার হলো ইউল্যাবের ক্রিকেটাররা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে। ফাইনালে হার-জিত বড় বিষয় নয়। ছেলেরা ক্রিকেট উপভোগ করেছে। তারা আমাদের দেশকে গর্বিত করেছে। অভিনন্দন কিংবা সংবর্ধনা তাদের প্রাপ্য। ’
ইনাম আহমেদ আরও বলেন, ‘ইউল্যাব ফেয়ার-প্লে কাপ নামে প্রতি বছর একটি টুর্নামেন্ট আয়োজন করে-যেখানে নর্থ সাউথ, ব্র্যাক ইউনিভার্সিটিসহ আরও কয়েকটি ক্রিকেট দলগুলো অংশ নেয়। রেডবুল ক্যাম্পাস ক্রিকেট একেকবার একেক দেশে অনুষ্ঠিত হয়। আশা করবো রেড বুল ক্যাম্পাস ক্রিকেট বাংলাদেশে আয়োজন করতে পারবো। ’
ইউল্যাব ক্রিকেট দলের অধিনায়ক হাসানুজ্জামান বলেন, ‘যখন জানলাম আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবো, সেটা ছিল ভালোলাগার বিষয়। অন্য দলের মতো জাতীয় দলের প্লেয়ার আমাদের দলে ছিল না। উপভোগ করেছি বলে চাপ মনে হয়নি। আমরা সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কায় যাই। বিশ্বাস ছিল আমরা যদি ডিসিপ্লিনড থাকতে পারি রেজাল্ট আসবে। যে রেজাল্ট এসেছে সেটা ডিসিপ্লিনের কারনেই। ’
প্রধান অতিথীর বক্তব্যে জালাল ইউনুস বলেন, ‘ইউল্যাব বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে। দেশের ইউনিভার্সিটির মধে তারা সেরা হয়েই গেছে এ টুর্নামেন্টে অংশ নিয়েছে এবং তারা রানার্সআপ হয়েছে। বাংলাদেশের জন্য এটি বড় গর্বের ব্যাপার। তাদের অভিনন্দন জানাই। ইউল্যাবকে ধন্যবাদ এত বড় সাফল্যের এনে দেয়ার জন্য। আশা করি ভবিষ্যতেও তারা রিপ্রেজেন্ট করবে। বাংলাদেশেও যেন তারা এ ধরনের টুর্নামেন্ট করতে পারে এ জন্য ক্রিকেট র্বোড থেকে আমরা সহায়তা দিতে পারবো। ’
রেড বুল ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনালস টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো ছিল ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), বাংলাদেশ, বিজনেস ম্যানেজমেন্ট স্কুল (বিএমএস), কলম্বো, শ্রীলঙ্কা, ইউনিভার্সিটি অব সিডনি, অস্ট্রেলিয়া, লাফবার্গ ইউনিভার্সিটি, ইংল্যান্ড, মারাঠাওয়াড়া মিত্র মন্ডল কলেজ অব কমার্স (এমএমসিসি), ভারত, ইউনিভার্সিটি অব সেন্ট্রাল পাঞ্জাব, লাহোর, পাকিস্তান, আসুপল টাকসক্রিকেট ইউনিভার্সিটি অব প্রিটোরিয়া, দক্ষিণ আফ্রিকা, হেরিয়ট ওয়াট ইউনিভার্সিটি, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর, ২০১৬
এসকে/এমএমএস