ঢাকা: ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরের আইকন চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। আগামীকাল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আইকন ও প্লেয়ার্স ড্রাফটের জন্য প্রাথমিক তালিকায় থাকা দেশি-বিদেশি ক্রিকেটারদের নাম প্রকাশ করা হবে।
এদিকে গভর্নিং কাউন্সিল সূত্রে জানা গেছে, অংশগ্রহণকারী সাত দলের আইকনরা হলেন-মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ও সৌম্য সরকার। গত আসরের আইকন ক্রিকেটার নাসির হোসেন এ তালিকা থেকে বাদ পড়েছেন।
এবারের বিপিএলে ‘আইকন’ না রাখার চিন্তাভাবনা করছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। পরে টেকনিক্যাল কমিটির সভায় আইকন শ্রেণি রেখেই খেলোয়াড় তালিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গতবার আইকনদের প্লেয়ার্স ড্রাফটে তোলা হলেও এবার ফ্র্যাঞ্চাইজিরা সমঝোতার মাধ্যমে দলে ভেড়াচ্ছেন আইকন ক্রিকেটারকে। এই ব্যতিক্রম ছাড়া প্লেয়ার্স ড্রাফট গতবারের নিয়মেই হবে।
এদিকে আইকন শ্রেণির সাত ক্রিকেটারের মধ্যে সবচেয়ে বেশি ৫৫ লাখ টাকা পাবেন সাকিব আল হাসান। এর পরেই যথাক্রমে আছেন মাশরাফি বিন মর্তুজা (৫০ লাখ), তামিম ইকবাল (৫০ লাখ), মুশফিকুর রহিম (৫০ লাখ) ও মাহমুদউল্লাহ রিয়াদ (৫০ লাখ)। সাব্বির রহমান ও সৌম্য সরকার পাবেন ৪০ লাখ করে।
গত বার আইকন ক্রিকেটাররা পেয়েছেন ৩৫ লাখ টাকা। বিদেশি ক্রিকেটারদের সঙ্গে আর্থিক বৈষম্য কমাতে এবার বাড়ানো হয়েছে আইকনদের মূল্য।
বিপিএল-এর এবারের আসরে ‘এ’ ক্যাটাগরিতে ১১ জন খেলোয়াড় রয়েছেন যাদের মূল্যমান রাখা হয়েছে ২৫ লাখ। ১৮ লাখ টাকার ‘বি’ ক্যাটাগরিতে আছেন ৩৫ জন, ১২ লাখ টাকার ‘সি’ ক্যাটাগরিতে ৫২ জন ও পাঁচ লাখ টাকার ‘ডি’ ক্যাটাগরির ২৮ জন খেলোয়াড়সহ মোট ১৩৩ জন খেলোয়াড়কে রাখা হয়েছে।
আগামী ০৪ নভেম্বর মাঠে গড়াবে বিপিএল-এর এবারের আসর। এবারের আসরে উদ্বোধনী অনুষ্ঠান নাও থাকতে পারে। প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষে ইংল্যান্ড ক্রিকেট দল ঢাকা ছাড়বে ২ নভেম্বর। ইংল্যান্ড দলকে নিরাপত্তাদানে পূর্ন মনযোগ ধরে রাখতেই এমন সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানিয়েছে ওই সূত্র।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর, ২০১৬
এসকে/এমএমএস