ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ইমরুল আউট মোসাদ্দেক ইন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩২, সেপ্টেম্বর ২৮, ২০১৬
ইমরুল আউট মোসাদ্দেক ইন

ঢাকা: আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানেডেতে টাইগার স্কোয়াডে পরিবর্তন এসেছে। সংখ্যাটি খুব বেশি নয়, মাত্র ১ জন।

টপঅর্ডার ইমরুল কায়েসের জায়গায় এসেছেন ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত। আর এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ার শুরু হলো মোসাদ্দেক হোসেন সৈকতের।    

মোসাদ্দেক হোসেন সৈকতের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল এবছরের শুরুতে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচ দিয়ে। নিজেদের অভিষিক্ত ম্যাচেই খেলেছিলেন ১৪ বলে ২০ রানের এক ঝড়ো ইনিংস।

একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।
 
বাংলাদেশ সময়: ১৪২৮, ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।