ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নীরব গ্যালারি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
নীরব গ্যালারি

মিরপুর থেকে: বাংলাদেশের শততম ওয়ানডে জয়ের সাক্ষী হতে শের-ই-বাংলা স্টেডিয়ামে হাজির হয়েছেন প্রায় ২০ হাজার দর্শক। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জিতে সিরিজ জয়ের পাশাপাশি শততম ওয়ানডে জয়ের মাইলফলক ছোঁবে বাংলাদেশ-এমনটাই আশা সবার।

তবে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ব্যাটসম্যানদের পারফরম্যান্স হতাশা ছড়াচ্ছে গ্যালারিতে। শুরুর উত্তাপ-উত্তেজনা থেমে গেছে একের পর এক উইকেট পতনে।

আফগান স্পিনারদের দাপটে টাইগার ব্যাটসম্যানদের কোনঠাসা হয়ে পড়া মেনে নিতে পারছেন না মাঠে আসা স্বাগতিক দলের দর্শকরা। তাইতো নীরবতা নেমে এসেছে গ্যালারিতে।


 
মেঘাচ্ছন্ন আবহাওয়া ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা মন্দ ছিলো না। তামিম ইকবাল ও সৌম্য সরকার ওপেনিং জুটিতে যোগ করেন ৪৫ রান। মিরওয়াইশ আশরাফের বলে থাডম্যানে দৌলত জাদরানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তামিম (২০)। তামিমের দেখানো পথে একই বোলারের বলে একই ফিল্ডারের হাতে ক্যাচ দেন সৌম্য (২০)। ৫০ রানে দুই উইকেট হারালেও তৃতীয় উইকেট মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে মুশফিকুর রহিম জুটি গড়ে ভালো সংগ্রহের পথেই রাখে বাংলাদেশকে। দলীয় ১১১ রানে মাহমুদউল্লাহর বিদায়ের পরই পাল্টাতে থাকে দৃশ্যপট। এর পর একে একে বিদায় নেন মুশফিকুর রহিম (৩৮) সাকিব আল হাসান (১৭), সাব্বির রহমান (৪) ও মাশরাফি বিন মর্তুজা (২)। ১১১ থেকে ১৪১ রানে পৌঁছাতে বাংলাদেশ হারায় পাঁচ উইকেট।  
 
এ ম্যাচেই ওয়ানডে অভিষিক্ত মোসাদ্দেক হোসেন সৈকতের সঙ্গে জুটি বেধে তাইজুল ইসলাম লড়াইটা চালিয়ে যান। এ জুটিতে আসা সিঞ্চেলগুলো করতালিতে স্বাগত জানাচ্ছিলেন গ্যালারির দর্শকরা। ১৬৫ রানে ১০ রান করা তাইজুল সাজঘরে ফিরে গেলে ফিরে আসে নীরবতা। পরের বলে তাসকিন আহমেদের বিদায়ে বিষাদ ছড়ায় দর্শকদের মাঝে। কিন্তু শেষ দিকে মোসাদ্দেক অপরাজিত ৪৫ রান করলে সম্মানজনক ২০০ রানের কোটা পার করেন টাইগাররা। তবে সবার জিজ্ঞাসা-হার এড়াতে পারবে তো বাংলাদেশ?

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।