ঢাকা: আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষটিতে পেসার রুবেল হোসেনের জায়গায় স্পিনার মোশাররফ হোসেন রুবেলকে বিবেচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের স্পিন শক্তি বাড়াতেই এমন সিদ্ধান্ত নিচ্ছে বিসিবি।
বাংলানিউজের সঙ্গে ফোনালাপে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘রুবেলের জায়গায় আমরা মোশাররফকে বিবেচনায় রাখছি। আজকের মধ্যেই আমরা ব্যাপারটি নিশ্চিত করবো। ’
এর আগে তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছেন রুবেল। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকা সিরিজে ছিলেন তিনি। তবে এরপর নিষিদ্ধ লিগ আইসিএলে যোগদানের পর সাময়িক নিষিদ্ধ হন। এরপর সেখান থেকে ফিরে এলে নিষেধাজ্ঞা উঠলেও জাতীয় দলে আর জায়গা হয়নি তার।
আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে টাইগাররা সাত রানে জয় পায়। তবে দ্বিতীয় ম্যাচে দুই উইকেটে হেরে যায় মাশরাফি বাহিনী। ফলে সিরিজ নির্ধারণী ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। আর দুই ম্যাচে পেসার রুবেল তেমন কোনো প্রভাব না রাখতে পারায় বসিয়ে দেওয়া হতে পারে তাকে।
মিরপুরে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১ অক্টোবর তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, ২৯ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস/এইচএল