ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

ক্রিকেট

কুমিল্লা ছেড়ে চিটাগংয়ে কোচ সালাউদ্দিন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৩, সেপ্টেম্বর ৩০, ২০১৬
কুমিল্লা ছেড়ে চিটাগংয়ে কোচ সালাউদ্দিন ছবি: সংগৃহীত

ঢাকা: বিপিএলের চতুর্থ আসরে পছন্দের দলে ক্রিকেটারদের বেছে নিতে হোটেল রেডিসনে চলছে প্লেয়ার্স ড্রাফট। ক্রিকেটারদের দল পরিবর্তনের সঙ্গে কোচদের দলেও এসেছে পরিবর্তন এসেছে।

 

বিপিএলের গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চ্যাম্পিয়ন করানো কোচ মোঃ সালাউদ্দিন এবার যোগ দিয়েছেন চিটাগং ভাইকিংসে। আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দিয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের  কোচ মিজানুর রহমান বাবুল।
 
খুলনা টাইটান্সের কোচের দায়িত্ব পালন করবে অস্ট্রেলিয়ান স্টুয়ার্ট ল, খালেদ মাসুদ পাইলট কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ও খালেদ মাহমুদ সুজন যু্ক্ত আছেন ঢাকা ডায়নামাইটসের সঙ্গে।
 
আগামী ০৪ নভেম্বর শুর হচ্ছে বিপিএলের চতুর্থ আসর। এবারের আসরে অংশ নিচ্ছে সাতটি দল। ম্যাচগুলো হবে ঢাকা ও চট্টগ্রামে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।