ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

ক্রিকেট

বিপিএলে দল পেলেন পেসার হান্টের এবাদত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৮, সেপ্টেম্বর ৩০, ২০১৬
বিপিএলে দল পেলেন পেসার হান্টের এবাদত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: বিপিএলের চতুর্থ আসরে দল পেয়েছেন রবি ফাস্ট বোলার হান্টের আবিষ্কার এবাদত হোসেন। প্লেয়ার্স ড্রাফটে তরুণ এ পেসারকে ডেকে নেয় রাজশাহী কিংস।

দলটিতে এবাদত ছাড়াও রয়েছেন ড্যারেন স্যামি, মোহাম্মদ সামির মতো পেসার।
 
রবি ফাস্ট বোলার হান্টে অংশ নিয়ে গতির ঝড় তুলে সেরা হন বিমানবাহিনীতে চাকরিরত এবাদত হোসেন। ফাস্ট বোলার হান্টে সর্বোচ্চ গতি (ঘন্টায় ১৩৩ কি: মি:) তোলেন এ ডানহাতি বোলার। এর পর বিসিবির এইচপি কার্যক্রমে অংশ নেন তিনি।
 
এইচিপির স্বল্পকালীন বোলিং পরামর্শক কোচ হয়ে আসা সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার আকিব জাভেদ এবাদতকে সম্ভাবনায় এক বোলার হিসেবে উল্লেখ করেছিলেন।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।