ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

দুই বছর পর শফিউলের ফেরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৫, অক্টোবর ১, ২০১৬
দুই বছর পর শফিউলের ফেরা শফিউল ইসলাম-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন টাইগার পেসার শফিউল ইসলাম। শনিবার (০১ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের একাদশে জায়গা পেয়েছেন শফিউল।

পেসার রুবেল হোসেনের জায়গায় একাদশে অন্তর্ভূক্ত হন এ ডানহাতি পেসার।       

শফিউল ইসলামকে ওয়ানডেতে বল হাতে সবশেষ দেখা গিয়েছিল ২০১৪ সালে। শের-ই-বাংলা স্টেডিয়ামে ওই ম্যাচের প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। আর বাংলাদেশ দলের মূল স্কোয়াডে তিনি সবশেষ ছিলেন গেল ২০১৫ সালে ‍অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে। তবে পরিবর্তীত খেলোয়াড় হিসেবে। শৃঙ্খলা-ভঙ্গের দায়ে আল আমিন হোসেনকে দেশে পাঠিয়ে দেয়া হলে তার বদলি হিসেবে শফিউল যোগ দেন স্কোয়াডে। তবে বল হাতে ২০১৫ এর বিশ্বকাপে মাঠে নামা হয়নি তার।
 
এরপর ইনজুরি তাকে মাঠ থেকে দূরে সরিয়ে রেখেছিল। তবে এই অমানিশা কাটিয়ে এবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আবার দলে ফিরলেন এই অভিজ্ঞ টাইগার পেসার।
 
ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ৫২ ম্যাচে ৫৮ উইকট থলিত পুড়েছেন শফিউল।
 
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, ০১ অক্টোবর ২০১৬
এইচএল/এসকে/এমএমএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।