ঢাকা: এই মুহূর্তে যারা বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচ দেখতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন তারা সাবধানে থাকবেন। কেননা যে কোনো সময়ই আপনার গ্যালারিতে এসে হাজির হতে পারে টাইগারদের দল!
ভয় পেলেন? না, ভয়ের কিছু নেই।
মিরপুরের হোম অব ক্রিকেটে এই বাঘেদের আনাগোনা আজ নতুন নয়। তবে যেটা নতুন সেটা হলো তাদের সংখ্যা। এতদিন তাদের সংখ্যা ৬ জন হলেও আজ তারা সংখ্যায় ১২ জন। সাব্বির-তামিমরা চার-ছক্কা মারলে গ্যালারিতে বসে বাঘের মতো আক্রমনাত্মক অঙ্গভঙ্গি করে উৎসাহ যোগাচ্ছেন।
আজ আরও একটি বিষয় নতুন করে চোখে পড়লো। সেটি হলো, তারা আজ একই গ্যালারিতে বসে নেই। হেঁটে হেঁটে গ্র্যান্ড স্ট্যান্ড থেকে যাচ্ছেন শহীদ জুয়েল স্ট্যান্ডের দিকে আবার সেখান থেকে মোস্তাক স্ট্যান্ডের দিকে।
বাংলাদেশের শততম ওয়ানডে জয়ের দিন বলেই হয়তো বাঘেদের এমন আগাগোনায় আজ মুখর হয়ে উঠেছে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারি।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ০১ অক্টোবর, ২০১৬
এইচএল/এসকে/এমএমএস