ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তামিমের ‘লাকি সেভেন’ ওয়ানডে শতক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
তামিমের ‘লাকি সেভেন’ ওয়ানডে শতক তামিম ইকবাল-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: অবশেষে আফগানিস্তানকেই ক্যারিয়ারের সপ্তম ওয়ানডে শতকের শিকার বানালেন টাইগার ওপেনার তামিম ইকবাল। আফগানদের সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানেডেতে ৩৭তম ওভারে ১০ চারে ১১০ বলে ৯০.৯০ স্ট্রাইক রেটে তামিম তুলে নেন ‘লাকি সেভেন’ সেঞ্চুরি।

তামিম ষষ্ঠ ওয়ানডে শতকের দেখা পান গত বছরের ১৯ এপ্রিল এই শের-ই-বাংলা স্টেডিয়ামেই। সফরকারী পাকিস্তানের বিপক্ষে ১১৬ বলে অপরাজিত ১১৬ রানের বিষ্ফোরক ইনিংস খেলে ষষ্ঠ ওয়ানডে শতক তুলে নিয়েছিলেন তামিম।
 
শেষ পর্যন্ত তিনি ব্যক্তিগত ১১৮ রানে মোহাম্মদ নবীর বলে নাভিন-উল-হকের (সাব) ক্যাচে আউট হয়ে প্যাভিলিওনে ফেরেন এই টাইগার ওপেনার।

তামিম অবশ্য আজ ব্যক্তিগত ১ রানেই ফিরে যেতে পারতেন। তামিমকে এই সপ্তম শতক পেতে সাহায্য করেছেন আফগান অধিনায়ক আসগর স্তানিকযাই। কেননা শনিবার (১ অক্টোবর) আফগানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারের প্রথম বলেই মোহাম্মদ নবীর বলে মিডঅনে ক্যাচ তুলে দিয়েছিলেন তামিম।

আর সেই ক্যাচটি তালুবন্দি করতে ব্যর্থ হন আফগান অধিনায়ক স্তানিকযাই। ফলে সফরকারীদের ক্ষতি যা হবার তাই হলো। ক্যাচ মিসের মাশুল দিতে হলো তাদের।
 
তামিমের ক্ষুরধার ব্যাটিংয়ে কচুকাটা হলেন দ্বিতীয় ম্যাচে বল হাতে জ্বলে উঠা দুধর্ষ আফগান বোলাররা। প্রথম ম্যাচেও ব্যাট হাতে আফগানদের বিপক্ষে ৮০ রান করে বাংলাদেশের সেরা সংগ্রহক ছিলেন তামিম। তবে দ্বিতীয় ম্যাচে তাকে প্রত্যাশিতভাবে জ্বলে উঠতে দেখা যায়নি। দ্বিতীয় ম্যাচে তামিমের সংগ্রহ ছিল ২০ রান।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ১ অক্টোবর, ২০১৬
এইচএল/এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।