মিরপুর থেকে: গত দেড় বছরে ঘরের মাঠে টানা ছয়টি হোম সিরিজ জিতেছে বাংলাদেশ। ষষ্ঠ সিরিজ জয়টি এসেছে গতকালই।
দেশের মাটিতে অপ্রতিরোধ্য এ দলটিকে সমীহ করতে হলো বাংলাদেশ সফরে আসা ইংল্যান্ড দলের অধিনায়ক জস বাটলারকে। প্রথমবারের মতো সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের বন্দনাই করে গেলেন। সেই সঙ্গে দারুণ একটি সিরিজের আশাও তার, ‘সিরিজটি খুবই প্রতিযোগিতাপূর্ন হবে। বাংলাদেশ গত দেড় বছরে দারুণ ক্রিকেট খেলছে, বিশেষ করে তাদের হোম কন্ডিশনে। আমাদের ক্রিকেটাররাও মুখিয়ে আছে খেলার জন্য। আশা করি দারুণ একটি সিরিজ হবে। ’
সংবাদ সম্মেলনে সিরিজের প্রসঙ্গ ওঠার আগে নিরাপত্তা নিয়ে উঠলো প্রশ্ন। কারণ নিরাপত্তাজনিত শঙ্কা দেখিয়েই বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার করে নেন ইংল্যান্ডের ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক ইয়ন মরগান ও দলের অন্যতম ওপেনার অ্যালেক্স হেলস। তবে বাংলাদেশে নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টিই ঝড়লো বাটলারের কন্ঠে, ‘আমাদের দলকে খুবই ভালো নিরাপত্তা দেয়া হচ্ছে। ’
বাংলাদেশ সফরে এসে একদিন বিশ্রাম নিয়ে আজ বিকাল ৪টা তেকে অনুশীলনের জন্য মাঠে নেমে পড়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠে চলছে অতিথী দলের অনুশীলন। ফুটবল খেলে ওয়ার্মআপ সেরেই নেটে ব্যাট-বলের অনুশীলন শুরু করেছেন জস বাটলারের দল।
এর আগে বিকাল ৩টা ৪০ মিনিটে কড়া নিরাপত্তায় টিম হোটেল থেকে মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পৌঁছে দেওয়া হয় ইংলিশদের। স্টেডিয়াম পাড়ায় সফরকারীদের আগমন উপলক্ষ্যে বেলা আড়াইটা থেকে মিরপুরে যান চলাচল শিথিল করা হয়। বাংলাদেশে ঘটে যাওয়া দুটি অনাকাঙ্খিত ঘটনার কারণেই এবারের সিরিজে ইংলিশদের এমন নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে ঢাকা পৌঁছে ইংল্যান্ড ক্রিকেট দল। গতকাল সারাদিন বিশ্রামে কাটিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। বিশ্রামের ফাঁকে টিম হোটেলের অদূরে কুর্মিটোলায় গিয়ে গলফ খেলেছেন জস বাটলার-মঈন আলীরা।
বাংলাদেশ সফরে আসা ইংল্যান্ড দল আগামী মঙ্গলবার (০৪ অক্টোবর) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে।
টাইগারদের বিপক্ষে ইংলিশদের প্রথম ওয়ানডে ৭ অক্টোবর মিরপুরে। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ৯ অক্টোবর। ১২ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে দু’দল।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ০২ অক্টোবর, ২০১৬
এসকে/এমএমএস