ঢাকা: বৃষ্টির কারণে জাতীয় লিগের প্রথম রাউন্ডের ম্যাচে ব্যাট হাতে নামতে পারেননি ঢাকা মেট্রোর ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। ওই ম্যাচে প্রথম দিনে খেলা হয়েছিল মাত্র ১৫ ওভার।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বরিশাল বিভাগের বিপক্ষে আশরাফুল বল হাতে ঠিকই জ্বলে ওঠেছেন। প্রথম দিন শেষে বরিশালের ৩০১ রানে উইকেট পড়েছে ৬টি। যার মধ্যে তিনটিই নিয়েছেন আশরাফুল।
বাকি তিন উইকেটের মধ্যে বাঁহাতি স্পিনার আরাফাত সানি দুটি ও পেসার আবু হায়দার রনি নিয়েছেন একটি উইকেট। ১৭ ওভার বল করে পাঁচটি মেডেনসহ ৪৯ রানে শাহরিয়ার নাফীস, ফজলে মাহমুদ ও শাহীন হোসেনের উইকেট শিকার করেন আশরাফুল।
খুলনা বিভাগের বিপক্ষে জাতীয় লিগের প্রথম ম্যাচের দুই ইনিংসেই অর্ধশতক পাওয়া শাহরিয়ার নাফীস দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসেও হাটছিলেন অর্ধশতকের পথে। ব্যক্তিগত ৪৮ রানে বরিশালের বাঁহাতি ওপেনারকে এলবিডব্লিউ করেন আশরাফুল।
বরিশালের হয়ে সর্বোচ্চ ৯৮ রানের ইনিংস খেলেছেন আবু সায়েম। ৫টি প্রথম শ্রেনীর ম্যাচ খেলা সায়েমের এটিই ক্যারিয়ার সেরা ইনিংস। সেঞ্চুরি থেকে যখন ২ রান দূরে তখন আবু হায়দার রনির বলে এলবিডব্লিউ হন এ ডানহাতি ব্যাটসম্যান।
খুলনার অলরাউন্ডার সোহাগ গাজী রয়েছেন সেঞ্চুরির পথে। ৮৭ রান রান করে অপরাজিত আছেন তিনি।
১২৩ রানে চার উইকেট হারানো বরিশালকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন সায়েম ও সোহাগের পঞ্চম উইকেট জুটি। এ জুটি থেকে বরিশালের ইনিংসে যোগ হয় ১৩৯ রান।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ০২ অক্টোবর, ২০১৬
এসকে/এমএমএস