ঢাকা: দেড় বছর ধরে ইংল্যান্ডের ওয়ানডে দলের সহ-অধিনায়কের দায়িত্বে আছেন জস বাটলার। দলের নিয়মিত অধিনায়ক ইয়ন মরগান নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ সফরে না আসায় অধিনায়কের দায়িত্ব উঠেছে বাটলারের কাঁধে।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ এ ব্যাটসম্যানের জন্য যেমন চ্যালেঞ্জের সঙ্গে অধিনায়কত্বও, ‘এটা আমার জন্য দারুণ চ্যালেঞ্জের। তবে অধিনায়ক হিসেবে বড় চ্যালেঞ্জই নিতে হবে। যা আমাকে অভিজ্ঞ করে তুলবে। এটা খুব বড় দায়িত্ব। ইংল্যান্ডের অধিনায়কের দায়িত্ব পাওয়াটা অনেক সম্মানেরও। অধিনায়ক হিসেবে কেমন করতে পারি তার বড় পরীক্ষা হতে পারে সামনের তিনটি ম্যাচ। আশা করি অভিজ্ঞতাটা দারুণ হবে। ’
নিয়মিত অধিনায়ক ইয়ন মরগানের সঙ্গে ক্রিকেট বোধ মিলে যাওয়ায় সাহস পাচ্ছেন বাটলার। সহ-অধিনায়ক হয়ে এতদিনে অনেক কিছু শিখে নিয়েছেন বলেও জানালেন তিনি, ‘গত ১৮ মাস আমি সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছি। ইয়ন মরগানের সঙ্গে আমার দারুণ সম্পর্ক। ক্রিকেট নিয়ে আমাদের দু’জনের চিন্তা-ভাবনায় অনেক মিল। ক্রিকেট বোধ অনেকটা একই রকম। এ বিষয়গুলো হয়তো আমাকে সাহায্য করবে। ’
বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে রোববার মিরপুরে অনুশীলন করেছে ইংল্যান্ড ক্রিকেট দল। বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাট-বলের অনুশীলন চলে একাডেমি মাঠে। পরে শের-ই-বাংলা স্টেডিয়ামে ফ্লাড লাইটের আলোয় ফিল্ডিং অনুশীলন করে জস বাটলারের দল।
আগামীকাল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুশীলন করবে সফরকারী দল। স্বাগতিক বাংলাদেশ দল অনুশীলনে নামবে দুপুর ২টায়।
বাংলাদেশ সফরে আসা ইংল্যান্ড দল আগামী মঙ্গলবার (০৪ অক্টোবর) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে।
টাইগারদের বিপক্ষে ইংলিশদের প্রথম ওয়ানডে ৭ অক্টোবর মিরপুরে। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ৯ অক্টোবর। ১২ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে দু’দল।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ০২ অক্টোবর, ২০১৬
এসকে/এমএমএস