ঢাকা: বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে আগামীকাল (০৪ অক্টোবর) ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড ক্রিকেট দল। প্রস্তুতি ম্যাচের দল বিসিবি একাদশে জায়গা পেয়েছেন একেবারেই আনকোড়া এক পেসার আলী আহমেদ মানিক।
বোলিংয়ে মানিকের শক্তির জায়গা আউটসুইং। সেই সঙ্গে ৬ ফুট ২ ইঞ্চির উচ্চতাও দারুণ সহায়ক তার বোলিংয়ে। জাতীয় দলের নেটে ২০ বছর বয়সী এ তরুনের সুইং দেখেই মুগ্ধ হন বাংলাদেশের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালস।
বোলিং কোচের নজরে মানিকের আউটসুইং যেমন এসেছে তেমন রানআপে ত্রুটিও ধরা পড়েছে। তবে মাত্র চারদিনের মধ্যে ত্রুটি শুধরে নিয়েছিলেন মানিক। পরে ওয়ালসের সুপারিশে বিসিবি একাদশে নেয়া হয় এ পেসারকে।
মানিকের ধারণা, দ্রুত ত্রুটি শুধরে নিতে পারা হয়তো ভালো লেগেছে ওয়ালসের, ‘ওনি বলেছেন আমার উচ্চতা ব্যবহার করে বোলিং করতে। বোলিং রানআপে ছোট্ট একটু ভুল আছে। ওটা নিয়ে চারদিন কাজ করেছে। এই সমস্যাটা খুব দ্রুত ইমপ্রুভ করেছি। এ জন্যই হয়তো ভালো কিছু দেখতে পেয়েছে আমার মধ্যে। ’
বিসিবি একাদশে সুযোগ পেয়ে অনেক খুশি এ পেসার। প্রতিপক্ষ ইংল্যান্ড বলে বেশি রোমাঞ্চিত এ তরুণ। কালকের ম্যাচকে ক্যারিয়ারের বড় এক ধাপ হিসেবেই দেখছেন, ‘খবরটা পরশুদিন রাতে পাওয়ার পর থেকেই আমি রোমাঞ্চিত। বিসিবি একাদশে সুযোগ পাওয়া আমার জন্য খুব বড় একটা ব্যাপার। ইংল্যান্ডের বিপক্ষে খেলবো, এটা বড় সুযোগ। এখানে যদি ভালো করতে পারি আমার জন্য এটা খুব ভালো একটা ধাপ হবে। ’
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৬
এসকে/এমআরএম