ঢাকা: আগের দিন অপরাজিত ৮৭ রানের ইনিংসটাকে দ্বিতীয় দিন টেনে নিলেন সেঞ্চুরিতে। সেঞ্চুরির পর আরও টেনে ১৪২ রানে থামলেন সোহাগ গাজী।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ঢাকা মেট্টোর ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিন শেষে করেছে ৩ উইকেট হারিয়ে ১৪৫ রান। ৭ উইকেট হাতে রেখে বরিশালের চেয়ে তারা এখনও ২৭৪ রানে পিছিয়ে।
৪৯ রান করে রান আউটের শিকার হন শিকার হন মেট্টোর ওপেনার শামসুর রহমান শুভ। মেহরাব হোসেন (জুনি) ২৯ ও অধিনায়ক মার্শাল আইয়ুব ২৬ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন।
গোলাম কবির ও সালেহ আহমেদ শাওন নিয়েছেন একটি করে উইকেট।
আগের দিনের ৬ উইকেটে ৩০১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বরিশাল। সপ্তম উইকেট জুটিতে সোহাগ গাজী ও মনির হোসেন জুটি ১১১ রানের পার্টনারশিপ গড়ে বড় সংগ্রহ পাইয়ে দেন বরিশালকে। মনির হোসেন ৬২ রান করে মোহাম্মদ আশরাফুলের বলে বোল্ড হলে ভাঙে জুটিটি। ১৯০ বলে ১৩টি চার ও ৪টি ছক্কায় সোহাগ গাজীর ১৪২ রানের ইনিংসটিই ভালো অবস্থানে নিয়ে যায় বরিশালকে।
প্রথম দিন তিন উইকেট পাওয়া মেট্টোর বোলার মোহাম্মদ আশরাফুল এদিন আরও একটি উইকেট তুলেন নেন। বাঁহাতি স্পিনার আরাফাত সানিও নিয়েছেন চার উইকেট। একটি করে উইকেট নিয়েছেন আসিফ আহমেদ রাতুল ও আবু হায়দার রনি।
অন্যদিকে ঢাকা ও খুলনা বিভাগের ম্যাচের দ্বিতীয় দিনটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিনে টস হেরে ব্যাটিংয়ে নেমে এক উইকেট হারিয়ে ১৭২ রান তোলে খুলনা বিভাগ। এনামুল হক বিজয় ৮৪ ও মোসাদ্দেক ইফতেখার ৭১ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ০৩ অক্টোবর, ২০১৬
এসকে/এমএমএস