ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

দুর্দান্ত জয় তুলে নিল রাজশাহী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৫, অক্টোবর ৪, ২০১৬
দুর্দান্ত জয় তুলে নিল রাজশাহী ছবি:সংগৃহীত

ঢাকা: জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডে চট্টগ্রাম বিভাগকে এক ইনিংস ও ২৪২ রানে হারিয়েছে রাজশাহী বিভাগ। এটি জাতীয় লিগে দলটির সবচেয়ে বড় জয়।

রাজশাহীর আগে গত বছরের জানুয়ারিতে বরিশালকে ইনিংস ও ৪১৩ রানে হারিয়ছিল ঢাকা বিভাগ। সেটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় জয়।

এদিন ইনিংস পরাজয় এড়াতেই লড়ছিল চট্টগ্রাম। তবে কোনো রকম সুখকর ইঙ্গিতই দিতে পারেননি দলটির ব্যাটসম্যানরা। পুরো ইনিংসে ছিল না কোনো হাফসেঞ্চুরির জুটি। কিন্তু একাই লড়েছেন ইয়াসির আলি রাব্বি। আগের ম্যাচে ৯০ রানে আউট হওয়ার পর তরুণ ব্যাটসম্যান এবার ৭৮ রানে আটকে যান যোগ্য সঙ্গীর অভাবে।

এদিন নতুন বলে মামুন ও মুক্তার ধসিয়ে দেন চট্টগ্রামের ব্যাটিং। পরে হাবিবুর রহমানের স্পিনে নাকাল হয় চট্টগ্রাম।

তৃতীয় দিনের সকালে ব্যাট হাতেও দারুণ এক ইনিংস খেলেন মুক্তার। ৯০ রান নিয়ে দিন শুরু করা হামিদুল ইসলাম এলবিডব্লিউ হয়ে যান আর ২ রান করেই। ৩ ছক্কায় মুক্তারের ৬০ রানের ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৫৫৮ রানে ইনিংস ঘোষণা করে।

সেই স্কোর ছিল চট্টগ্রামের ধরা-ছোঁয়ার বাইরে! ১৬৩ বলে ১৪৪ রানের ইনিংসটির জন্য ম্যাচসেরা রাজশাহীর ওপেনার মিজানুর রহমান।

দিনের অপর ম্যাচে জমে উঠেছে রংপুর ও সিলেটের খেলা। ম্যাচ জিততে সিলেটের প্রয়োজন আরও ৭৫ রান। একদিন হাতে থাকলেও উইকেট হাতে আছে মাত্র ৩টি। নিজেদের প্রথম ইনিংসে ২৪৭ করার পর রংপুরকে ১৮৩ রানে অলআউট করে দেয় সিলেট বোলাররা। শাহনুর রহমান নেন সর্বোচ্চ ৪ উইকেট। তবে ব্যাটিংয়ে নেমে রংপুরের বোলার সোহরাওয়ার্দী শুভ’র দুর্দান্ত বোলিংয়ে ধ্বস নামে সিলেট ব্যাটিংয়ে। শুভ একাই নেন ৬ উইকেট।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ০৪ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।