ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লিড নিয়েই ড্র করলো মেট্রো

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৬
লিড নিয়েই ড্র করলো মেট্রো ছবি:সংগৃহীত

ঢাকা: বরিশাল বিভাগের বিপক্ষে ফলো-অনে পড়া ঢাকা মেট্রো দ্বিতীয় ইনিংসে ভালোই জবাব দিয়েছে। লিড নিয়েই ম্যাচ ড্র করেছে তারা।


 
সংক্ষিপ্ত স্কোর:
বরিশাল বিভাগ-৪১৯
ঢাকা মেট্রো-২৪৫ ও ৩৫৩/৭ (ফলো-অন)
 
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আগের দিনের ১ উইকেট হারিয়ে করা ১৩৩ রান নিয়ে ম্যাচের শেষ দিনে ৭ উইকেটে ৩৫৩ রান তোলার পর ম্যাচ ড্র হয়। ততক্ষণে দ্বিতীয় ইনিংসে মেট্রোর লিড ১৭৯।
 
এ ম্যাচটি ড্র করতে ব্যাট হাতে ভূমিকা রাখেন সাদমান ইসলাম (৮৮), আসিফ আহমেদ (৬০) ও মার্শাল আইয়ুবের (৭৭) অর্ধশতক। জাবিদ হোসেন ৩৬ ও আরাফাত সানি ৩০ রানে অপরাজিত থাকেন।
 
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে সোহাগ গাজীর ১৪২ ও আবু সায়েমের ৯৮ রানের ইনিংসে ভর করে ৪১৯ রানের বড় স্কোর গড়ে বরিশাল। জবাবে ২৪৫ রানে মেট্রো অলআউট হলে ফলো-অনে পড়ে তারা। দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানরা প্রতিরোধ গড়ায় দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্রত্যাশিত ড্র পেয়েছে তারা।
 
তিন বছর পর ঘরোয়া ক্রিকেটে ফেরা মোহাম্মদ আশরাফুলের ব্যাটিং পারফরম্যান্স নজরকাড়া হয়নি। ব্যাট হাতে হতাশই করেছেন এ ডানহাতি ব্যাটসম্যান।

ঢাকা মেট্রোর এই ক্রিকেটার প্রথম ইনিংসে ২৬ রান করলেও দ্বিতীয় ইনিংসে করেছেন মাত্র ২ রান। তবে বল হাতে ৪ উইকেট নিয়ে চমক দেখিয়েছেন আশরাফুল।
 
ঢাকা-খুলনার ম্যাচ নিষ্প্রান ড্র
 
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকা ও খুলনা বিভাগের ম্যাচটি নিষ্প্রান ড্র হয়েছে। মাঠ ভেজা থাকায় চতুর্থ দিনও অলস সময় কাটিয়েছেন ক্রিকেটাররা।
 
ম্যাচের প্রথম দিন চা-বিরতির আগে বৃষ্টির শুরু হলে পরিত্যক্ত হয় দিনের বাকি খেলা। এর পর মাঠ আর খেলার উপযোগি করে তোলা সম্ভব না হলে বাকি তিনদিনের খেলাই পরিত্যক্ত হয়।
 
প্রথম দিন টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০.৫ ওভারে এক উইকেট হারিয়ে ১৭২ রান তোলে খুলনা। এনামুল হক বিজয় ৮৪ ও মোসাদ্দেক ইফতেখার ৭১ রানে অপরাজিত থাকেন।
 
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ০৫ অক্টোবর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।