ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নির্ভীক সাব্বির, মুখিয়ে আছেন ইংলিশ বধে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৬
নির্ভীক সাব্বির, মুখিয়ে আছেন ইংলিশ বধে সাব্বির রহমান-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মাস চারেক আগের কথা। ওভালে ইংলিশ ওপেনার জ্যাসন রয়ের ১১৮ বলে ১৬২ রানের বিধ্বংসী ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে ৩০৬ রানের লক্ষ্য তাড়া করেও ৬ উইকেটের বড় জয় পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড।

এর দুই মাস পরে নটিংহ্যামে অ্যালেক্স হেলস ও জস বাটলারের ব্যাটিং তান্ডবে সফরকারী পাকিস্তানের বিপক্ষে ৪৪৪ রান সংগ্রহ ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ডটি নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড।
 
এরপর গেল ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে এসে সোমবার (৪ অক্টোবর) বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে বিসিবি একাদশের দেয়া ৩১০ রানের লক্ষ্য ইংল্যান্ড একাদশ টপকে গেছে  ৬ উইকেটের খরচায়।


 
তাই দিন শেষে ইংলিশদের বর্তমান ব্যাটিং ফর্ম নিয়ে যে কোন দলই শঙ্কায় থাকতে পারে। মজার ব্যাপার হলো ইংল্যান্ডের এমন বিধ্বংসী ব্যাটিং ফর্মকে একেবারেই তোয়াক্কা করছেন না টাইগার ব্যাটসম্যান সাব্বির রহমান। বরং তিনি মনে করছেন ইংল্যান্ড যদি সাড়ে ৩শ রানও করে সেটা টপকে যাবার সামর্থ্য লাল-সবুজের  ব্যাটসম্যানদের আছে। আর এই ক্ষেত্রে তাদের প্রেরণার কেন্দ্র বিন্দুতে থাকছে ঘরের মাঠের বাড়তি সুবিধা।     
 
বুধবার বাংলাদেশ জাতীয় দলের অনুশীলনের ফাঁকে সাব্বির বলেন, ‘যেহেতু হোমে খেলা সেহেতু বাড়তি সুবিধাটি আমরা পাব। উইকেটও ভাল। ওরা যদি তিনশ বা সাড়ে তিনশ করতে পারে তাহলে আমরাও টপকে যেতে পারবো। এই সামর্থ আমাদের ব্যাটসম্যানদের আছে। ’
 
এমন মনের জোর সাব্বির কোথায় পেলেন?  হ্যাঁ, ইংলিশদের বিপক্ষে সাব্বির এমন সাহস দেখাতে পারছেন দুটি কারণে, একটি হলো ঘরের মাঠে টানা ছয়টি সিরিজ জয়। যেখানে আছে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ভারতের মত শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ জয়ের তরতাজা অভিজ্ঞতা। আর দ্বিতীয়টি হলো ২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে  টাইগারদের পাওয়া জয়টি।  

‘বিশ্বকাপের মত বড় আসরে ইংল্যান্ডকে আমরা হারিয়েছে সেটা আমাদের এই সিরিজে বাড়তি প্রেরণা থাকছে। ’ যোগ করেন সাব্বির।

তবে ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে সাব্বির গুরুত্ব দিচ্ছেন প্রথম ম্যাচ জয়টিকেই। আর সেটি করতেই পারলেই নাকি সিরিজ জয় তাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে বলেও তিনি বিশ্বাস করেন।

আগামী শুক্রবার (০৭ অক্টোবর) মিরপুরে তিন ম্যাচ ওয়ানডের প্রথমটি খেলবে বাংলাদেশ ও ইংল্যান্ড।
 
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ৫ অক্টোবর ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।