মিরপুর থেকে: ‘ঘরের মাটিতে বাংলাদেশ অবশ্যই শক্তিশালী। আপনি যদি সাম্প্রতিক ওয়ানডে সিরিজগুলোতে ওদের সাফল্যের দিকে তাকান তাহলে একথা মানতেই হবে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে প্রথম ওয়ানডের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শুক্রবার দুপুর আড়াইটায় বহুল আকাঙ্ক্ষিত তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথমটি শুরু হবে।
এসময় বাংলাদেশের মাটিতে সিরিজ জয়কে চ্যালেঞ্জিং উল্লেখ করে বাটলার আরও বলেন, ‘কাজটি আমাদের জন্য মোটেও সহজ হবে না। ওয়ানডে ক্রিকেটে বদলে যাওয়া এই দলটির কাছেই আমরা ২০১৫ বিশ্বকাপে হেরেছি। তাছাড়া এখানকার কন্ডিশনও ভালো না। খাপ খাওয়ানো খুবই কঠিন। তবে আমরা তাদের সম্ভাব্য প্রতিটি বিভাগের স্কিল সম্পর্কে জেনেছি। এখন কিভাবে দলটির বিপক্ষে ভালো খেলা যায় সেদিকে ফোকাস করছি। ’
এদিন সংবাদ সম্মেলনে উঠে আসে নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়টিও। ইংলিশ গণমাধ্যমের এক কর্মী বাটলারের কাছে জানতে চান বাংলাদেশের দেয়া নিরাপত্তা নিয়ে তিনি কতটুকু সন্তুষ্ট।
বাটলারের প্রতিক্রিয়ায় যেন শতভাগ সন্তুষ্টিই উঠে আসে, ‘আমাদের জন্য যে নিরাপত্তা বাংলাদেশ সরকার দিয়েছেন সেটা খুবই চমৎকার। সব কিছুই বেশ ভালো চলছে বলে আমার চোখে পড়েছে। তবে একটি বিষয় আমার চোখ এড়ায়নি আর সেটা হলো, আমোদের চলাচলের কারণে দীর্ঘ জ্যাম থাকায় রাস্তায় সাধারণ মানুষদের বেশ ঝামেলা পোহাতে হচ্ছে, নিরাপত্তা অসাধারণ!’
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ৬ অক্টোবর ২০১৬
এইচএল/এমআরএম