মিরপুর থেকে: ভোরে বৃষ্টিতে ভেজার পর সকালের রোদে কাপড় শুকিয়ে গেছে। তারপর আবার ধাক্কা-ধাক্কিতে ছিঁড়েছে শার্ট।
শেষে যুদ্ধ ভঙ্গ করতে পুলিশ ওয়াটার স্প্রে (জল কামান) শুরু করে। ভঙ্গ হয়ে যায় লাইন। জল কামানে ক্রিকেট পাগল জনতা হটালো পুলিশ।
টিকিট প্রত্যাশীরা এতোটাই ভিড় করেন যে তাদের, লাইন মিরপুর-১১ নম্বর পর্যন্ত গিয়ে পৌঁছে।
ঘটনাস্থলে দায়িত্ব পালনরত পুলিশের উপ-পরিদর্শক শহিদ বাংলানিউজকে জানান, অবস্থা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় জলকামান থেকে ঠাণ্ডা পানি স্প্রে করা হয়ে। এরপরও পারা যায়নি। অনেকে থেকে গেছেন। এর চেয়ে আর বেশি কী করা যায়!
এদিকে, হাতে-পায়ে-মাথায় সামান্য আঘাত পেয়েছেন এমন ক্রিকেটপ্রেমী অর্ধশত হবেন। তাদের কয়েকজনকে স্থানীয় হাসপাতাল ও ফার্মেসিতে নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৬
এসএ/আইএ


