ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১০ ম্যাচ পর ব্যাট হাতে নাসির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
১০ ম্যাচ পর ব্যাট হাতে নাসির ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অপেক্ষার ইতি টেনে একাদশে থেকে মাঠে অলরাউন্ডার নাসির হোসেন। ১০ ম্যাচ পর নিজের দুর্দশা কাটালেন ইংল্যান্ডের বিপেক্ষে সিরিজ দিয়ে।

এর আগে সদ্য সমাপ্ত  আফগানিস্তানের বিপক্ষে ১৪ সদেস্যের স্কোয়াডে থেকেও অবহেলিত নাসিরের সেরা একাদশে জায়গা হয়নি।
 
শুধু আফগানিস্তানই কেন? চলতি ইংল্যান্ড সিরিজেও ১৪ সদেস্যের স্কোয়াডে থেকেও প্রথম ওয়ানডেতেও তিনি নামতে পারেননি। সেই অমানিষা কাটিয়ে বাঁহাতি স্পিনার রুবেল হোসেনের জায়গায় ডাক পেয়ে মাঠে নামলেন এই টাইগার ফিনিশার।
   
বাংলাদেশের হয়ে ব্যাট হাতে নাসিরকে সবশেষ দেখা গিয়েছিল গেল ৯ মার্চ টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে। ৫৮ বলে তামিম ইকবালের দুর্ধর্ষ ইনিংসে দলটির বিপক্ষে বাংলাদেশ ৮ রানে জিতলেও ওই ম্যাচে নাসিরের ব্যক্তিগত সংগ্রহ ছিল মাত্র ৩ রান।
 
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নাসিরের ব্যক্তিগত সংগ্রহ ৯ রান। তবে দর্শকেরা গ্যালারি থেকে নাসির! নাসির! বলে যেভাবে চিৎকার করছেন তাতে করে তাদের জন্য হলেও এই ম্যাচে ভাল কিছু করে দেখাবেন বলে আশা করছেন টাইগার ভক্তরা।

বাংলাশে সময়: ১৭৩৮ ঘণ্টা, ৯ অক্টোবর ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।