ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেষ ওয়ানডের দল ঘোষণা, ফিরেছেন তাইজুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
শেষ ওয়ানডের দল ঘোষণা, ফিরেছেন তাইজুল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৪ সদস্যের দলে যোগ হয়েছেন স্পিনার তাইজুল ইসলাম।

মোশাররফ রুবেলের জায়গায় আবার বাংলাদেশ দলে ফিরেছেন তাইজুল ইসলাম। আফগানিস্তানের বিপক্ষে গত সিরিজে দুটি ম্যাচে খেলেছিলেন তাইজুল।

সৌম্য সরকার প্রথম দুই ম্যাচে সুযোগ না পেলেও তৃতীয় ম্যাচের স্কোয়াডে রয়েছেন। এদিকে, সৌম্যর মতো প্রথম দুই ম্যাচে না খেললেও টাইগার পেসার আল আমিন স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৩ ওভার বল করে ২৩ রান দিয়ে কোনো উইকেট পাননি মোশাররফ রুবেল। ফিল্ডিংয়ে নেমে সহজ দুটি ক্যাচও মিস করেছিলেন তিনি। ব্যাটিংয়ে নেমে ১৮ বলে করেছিলেন ৭ রান। যার ফলে দ্বিতীয় ম্যাচে তার জায়গায় দলে আসেন অলরাউন্ডার নাসির হোসেন।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজটি ১-১ এ সমতায় ফিরেছে। তাই, সিরিজের শেষ ম্যাচটিকে বলা হচ্ছে ‘অলিখিত ফাইনাল’। ১২ অক্টোবর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী ম্যাচটি।

তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ১০ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।