ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

একই দলে গেইল-সাঙ্গা-মালিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
একই দলে গেইল-সাঙ্গা-মালিক ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসর অনুষ্ঠিত হবে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে। আর এই আসরে করাচি কিংসের হয়ে মাঠ মাতাবেন ওয়েস্ট ইন্ডিজের ড্যাশিং ওপেনার ক্রিস গেইল, লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা আর পাকিস্তানের উঠতি তারকা বাবর আজম।

দ্বিতীয় আসরের জন্য ইতোমধ্যে খেলোয়াড় ড্রাফটের তালিকা প্রস্তুত হয়ে গেছে। সেই তালিকায় আছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার। গতবারের মতো এবারো পাকিস্তান সুপার লিগে থাকছে পাঁচটি দল। মূল লড়াই শুরুর আগে ১৯ অক্টোবর হবে খেলোয়াড়দের ড্রাফট। এবারের আসরে ড্রাফটে আছে দেশি-বিদেশি মিলে ৪১৪ জন ক্রিকেটার। তালিকায় থাকা ক্রিকেটারদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এগুলো হলো প্ল্যাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমার্জিং।

তালিকায় থাকা বাংলাদেশের ১০ জন ক্রিকেটার হলেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, শাহরিয়ার নাফিস, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, শুভাগত হোম এবং সৌম্য সরকার। তবে সবচেয়ে উপরে ‘প্ল্যাটিনাম’ ক্যাটাগরিতে আছেন একজন- সাকিব আল হাসান। ডায়মন্ড ক্যাটাগরিতে কোনো খেলোয়াড় না থাকলেও গোল্ড ক্যাটাগরিতে আছেন তিনজন- মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল ও শাহরিয়ার নাফিস। বাকি ছয় জন ক্রিকেটার আছেন সিলভার ক্যাটাগরিতে।

পিএসলের দ্বিতীয় আসরে আগের আসর থেকে ক্রিকেটারদের মূল্য ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ফাইনাল ম্যাচটি পাকিস্তানের মাটিতে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।

পিএসএলের প্রথম আসরে খেলোয়াড় ড্রাফট থেকে নেয়া হয় চার জন বাংলাদেশী ক্রিকেটারকে- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম। তবে ইনজুরির কারণে সেই আসরে অংশ নেননি মোস্তাফিজ।

গেইল-সাঙ্গা-বাবরদের মতো করাচি কিংসের হয়ে মাঠে নামবেন পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। আরও রয়েছেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম, পেসার মোহাম্মদ আমির, সোহেল খান আর ইংল্যান্ডের তারকা রবি বোপারা।

করাচির দলে সাঙ্গাকারা খেলোয়াড়ের পাশাপাশি দলের মেন্টর হিসেবেও কাজ করবেন। দলের প্রধান কোচ হিসেবে কাজ করবেন পাকিস্তান জাতীয় দলের কোচ মিকি আর্থার। দলের ডিরেক্টর আর উপদেষ্টা হিসেবে থাকছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ, সালিম ইউসুফ আর জালালউদ্দিন। এছাড়া, বোলিং কোচ এবং দলের আরেক উপদেষ্টা হিসেবে রয়েছেন আজহার মেহমুদ।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ১০ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।