ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এগিয়ে সিলেট, রংপুর-রাজশাহীর সমান লড়াই

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
এগিয়ে সিলেট, রংপুর-রাজশাহীর সমান লড়াই ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে তৃতীয় দিন শেষে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ২০৩ রানের লিড নিয়েছে সিলেট। প্রথম ইনিংসে ১২৯ রানে লিড পাওয়া সিলেট দ্বিতীয় ইনিংসে দুই উইকেট হারিয়ে ৭৪ রান তুলেছে।

জাকির হাসান ২১ ও রাজিন সালেহ ১২ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন।

আরিফ আহমেদ ও ইফতেখার সাজ্জাদ নিয়েছেন একটি করে উইকেট।

এদিকে, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সিলেটের প্রথম ইনিংসে করা ৪৪৪ রানের জবাবে চট্টগ্রামের ইনিংস শেষ হয় ৩১৫ রানে।

আগের দিনের করা ৫ উইকেটে ১১৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে চট্টগ্রাম। ২৩ রানে অপরাজিত থাকা ইয়াসির আলি তার ইনিংস টেনে নেন ৯৫ পর্যন্ত। শেষ দিকে মোহাম্মদ সাইফুদ্দিনের ৫৬ ও ইফতেখার সাজ্জাদের ৩৬ রানের ইনিংসে তিন’শ পেরোয় চট্টগ্রাম।

শাহনুর রহমান তুলে নেন পাঁচটি উইকেট। বাঁহাতি স্পিনার এনামুল হক (জুনি.) নেন তিনটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন এবাদত হোসেন ও রাহাতুল ফেরদৌস।

টায়ার-২ এর অপর ম্যাচে রংপুরের করা ২৩৪ রানের জবাবে ২৬৮ রানে শেষ হয়েছে রাজশাহীর ইনিংস। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে রংপুরের সংগ্রহ বিনা উইকেটে ৩২ রান। সায়মন আহমেদ ২০ ও জাহিদ জাভেদ ১০ রানে অপরাজিত আছেন।

বিকেএসপির ৩ নম্বর মাঠে আগের দিনের ৬ উইকেটে ১৫৯ রান নিয়ে দিন শুরু করে রাজশাহী। ৪৮ রানে অপরাজিত থাকা জুনায়েদ সিদ্দিকী তুলে নেন সেঞ্চুরি। ১৭৭ বলে ১৪টি চারে ১২৬ রান করে আউট হন এ বাঁহাতি ব্যাটসম্যান। শেষে দিকে সাঞ্জামুল ইসলামের ৪০ রানের ইনিংসে ৩৪ রানের লিড পায় রাজশাহী।

রংপুরের পেসার সাদ্দাম হোসেন নিয়েছেন চারটি উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন শুভাশিষ রায়, সাজেদুল ইসলাম ও আরিফুল হক।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ১০ অক্টোবর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।