ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ অধ্যায়ের পর জিম্বাবুয়ে টিমে হিথ স্ট্রিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
বাংলাদেশ অধ্যায়ের পর জিম্বাবুয়ে টিমে হিথ স্ট্রিক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: এর আগে দীর্ঘ সময় ধরে বোলিং কোচের ভূমিকায় ছিলেন। এবার সাবেক অধিনায়ক হিথ স্ট্রিককে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।

আন্তর্জাতিক পর্যায়ে তিনি সবশেষ বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন।

অন্তর্বর্তীকালীন প্রধান কোচ মাখায়া এনটিনির স্থলাভিষিক্ত হয়েছেন স্ট্রিক। গত জুনে ডেভ হোয়াটমোর বরখাস্ত হওয়ার পর জিম্বাবুয়ে দলকে কোচিং করিয়ে আসছিলেন সাবেক দক্ষিণ আফ্রিকান ‘গতিদানব’।

স্ট্রিকদের অন্যতম প্রধান লক্ষ্য জিম্বাবুয়েকে ২০১৯ বিশ্বকাপে কোয়ালিফাই করানো। তার প্রথম চ্যালেঞ্জ এখন শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের হোম সিরিজ (২৯ অক্টোবর শুরু)। এরপর থাকছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। যেখানে যুক্ত হবে ওয়েস্ট ইন্ডিজ।

এদিকে, বোলিং কোচ হিসেবে থেকে যেতে পারেন এনটিনি। সঙ্গে থাকছেন ব্যাটিং কোচ ল্যান্স ক্লুজনার। গত সপ্তাহে বোর্ডের সঙ্গে সাক্ষাৎকারের পর সাবেক সতীর্থ অ্যান্ডি ব্লিগনট, দুই দক্ষিণ আফ্রিকান পিটার কারস্টেন ও জাস্টিন সিমন্সকে টপকে হেড কোচ পদে বসেন স্ট্রিক। এর পাশাপাশি আইপিএল টিম গুজরাট লায়ন্সের বোলিং কোচের কাজটাও অব্যাহত রাখবেন তিনি।

এর আগে ২০০৯ থেকে ২০১৩ এ সময়ে জিম্বাবুয়ে জাতীয় দলে বোলিং কোচ ছিলেন ৪২ বছর বয়সী স্ট্রিক। তবে আর্থিক কারণে চুক্তি নবায়ন না করায় ২০১৪ সালের মে মাসে দু’বছরের জন্য মাশরাফিদের বোলিং কোচ হতে বাংলাদেশে পাড়ি জমান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।