ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

'ওদের স্পিনাররা ১১০ শতাংশ নিতে পেরেছে, আমরা ১০ শতাংশও পারিনি'

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
'ওদের স্পিনাররা ১১০ শতাংশ নিতে পেরেছে, আমরা ১০ শতাংশও পারিনি' ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের স্পিনাররা ১১০ শতাংশ সুজোগ নিতে পারলেও বাংলাদেশের স্পিনাররা ১০ শতাংশও সুজোগ নিতে পারেনি পারেনি উল্লেখ করে মাশরাফি বলেছেন, প্রথম ইনিংসে বল যেভাবে টার্ন ঘুরেছে, সেখানে  দ্বিতীয় ইনিংসে বল একেবারেই টার্ন করেনি।

আদিল রশিদের উদ্হরণ দিয়ে তিনি বলেন, ওর বল খুব টার্ন করায় প্রথম ইনিংসে খেলতে কষ্ট হচ্ছিল।

দ্বিতীয় ইনিংসেও এরকম কিছু আশা করেছিলাম। কিন্তু হয় নি। কখনো কখনো এরকম হয়।

নিজের পারফরমেন্স বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পারফরম্যান্স করে ম্যাচ জিততে পারলে ভালো লাগে। না জিতলে পারফরম্যান্স দিয়ে কি হবে?

তবে পুরো ম্যাচ হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।

মাশরাফি বলেন, ম্যাচটা পুরো হওয়ায় খুব ভালো লাগছে। সাপোর্টারদের জন্য এটা অবশ্যই দরকার ছিলো।

শেষের দিকে ইমরুলের ক্যাচটা ধরতে পারলে ম্যাচে কি ফেরা যেত এমন প্রশ্নে মাশরাফি বলেন, ক্রিকেটে কত কিছু হয়। ক্যাচটা ধরতে পারলে হয়তো ভালো হতো। আসলে ম্যাচ শেষ হওয়ার আগেই ম্যাচ ছেড়ে যেনো না দিই সেরকম মাইন্ডসেট হওয়া উচিত।

বাংলাদেশ সময়: ১২০৭, অক্টোবর ১২, ২০১৬
টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।