ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অজিদের ধবলধোলাই করা প্রোটিয়াদের জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
অজিদের ধবলধোলাই করা প্রোটিয়াদের জরিমানা ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানা হলো দক্ষিণ আফ্রিকার। শুধু ‍তাই নয়, আম্পায়ারের অনুরোধ অমান্য করে ডেভিড ওয়ার্নারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোয় ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানার আওতায় পড়েছেন প্রোটিয়া লেগস্পিনার ইমরান তাহির।

আইসিসির কোড অব কন্ডাক্টের আর্টিক্যাল ২.১.১ লঙ্ঘন করায় দু’টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তাহির। পরবর্তী দুই বছরের মধ্যে যদি আরো দু’টি ডিমেরিট পয়েন্ট পান তবে এক বা দুই ম্যাচে নিষেধাজ্ঞার মুখে পড়বেন। লেভেল-১ এর সব ধরনের অপরাধের সর্বনিম্ন শাস্তি অফিসিয়াল সতর্কতা আর সর্বোচ্চ ম্যাচ ফি’র পঞ্চাশ শতাংশ জরিমানা এবং এক বা দু’টি ডিমেরিট পয়েন্ট।

কেপটাউনে অনুষ্ঠিত (১২ অক্টোবর) পঞ্চম ও শেষ ওয়ানডেতে এমনটি ঘটে। ১৭৩ রানের অসাধারণ ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি ওয়ার্নার। ৩২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ বল বাকি থাকতেই ২৯৬ রানে অলআউট হয় অজিরা।

টার্গেটের চেয়ে এক ওভার কম হওয়ায় স্লো ওভার রেটের শিকার হয় স্বাগতিকরা। অার্টিক্যাল ২.৫.১ ভঙ্গ করায় অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে ২০ শতাংশ ও দলের অন্যান্য খেলোয়াড়দের ম্যাচ ফি’র ১০ শতাংশ কেটে রাখা হয়েছে। প্রত্যেকটি ওভারই নির্ধারিত সময়ের আগে সম্পন্নে ব্যর্থ হয় তারা। ওয়ানডেতে ডু প্লেসিসের নেতৃত্বে পরবর্তী ১২ মাসের মধ্যে যদি প্রোটিয়ারা আবারো ছোটখাট ওভার রেট ভঙ্গ করে তবে দ্বিতীয় অপরাধের দায়ে তিনি এক ম্যাচে নিষেধাজ্ঞার মুখে পড়বেন।

তাহির ও ডু প্লেসির নিজেদের দোষ স্বীকার করে ম্যাচ রেফারি ক্রিস ব্রডের প্রস্তাবিত শাস্তি মেনে নেয়ায় এ ব্যাপারে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হবে না।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।