ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারত সফরে মরগানই অধিনায়ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
ভারত সফরে মরগানই অধিনায়ক ছবি: সংগৃহীত

ঢাকা: নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার করায় ব্রিটিশ গণমাধ্যমে কড়া সমালোচনা হয়েছে ইয়ন মরগানকে নিয়ে। তবে আসন্ন ভারত সফরে এই মরগানই থাকছেন ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক।

 

মরগান বাংলাদেশ সফরে আসতে রাজী না হওয়ায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়ক করা হয় দলটির সহ-অধিনায়ক জস বাটলারকে। বাটলারের নেতৃত্বে ২-১ এ সিরিজ জেতে সফরকারীরা।

বাংলাদেশ সফর না করায় সাবেক অনেক ক্রিকেটারই প্রশ্ন তুলেছিলেন মরগানের অধিনায়কত্ব নিয়ে। তবে সব সমালোচনা ছাপিয়ে এক সিরিজ পরেই অধিনায়কত্ব ফিরে পাচ্ছেন তিনি।

স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইংল্যান্ড দলের সহকারী কোচ পল ফারব্রেস বলেন, ‘দলকে সামনের দিকে টেনে নিতে মরগানের কোনো বিকল্প নেই। আমরা ভারত সফরে মরগানকে অধিনায়ক হিসেবেই পাচ্ছি। দলে তার বেশ কয়েকজন শুভাকাঙ্ক্ষী রয়েছে, যারা তার ফেরার কাজটা অনেক সহজ করে দিয়েছে। ’

বাংলাদেশ সফর শেষে পাঁচটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলতে ভারত সফরে যাবে ইংল্যান্ড দল।  

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ১৪ অক্টোবর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।