ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আজহারের ত্রিপল সেঞ্চুরিতে রান পাহাড়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
আজহারের ত্রিপল সেঞ্চুরিতে রান পাহাড়ে পাকিস্তান

ঢাকা: নিজেদের ক্রিকেট ইতিহাসে ৪০০তম টেস্ট খেলছে পাকিস্তান। টপ অর্ডারের ব্যাটিং নৈপুণ্যে আর আজহার আলীর অপরাজিত ত্রিপল শতকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় দিনটিও নিজেদের করে রেখেছে মিসবাহ উল হকের দলটি।

দ্বিতীয় দিন শেষে ৫১০ রানে এগিয়ে পাকিস্তান।

ক্যারিয়ারের প্রথম ত্রিপল টেস্ট শতক হাঁকিয়ে অপরাজিত থাকা ওপেনার আজহার আলীর ইনিংসটি ছিল ৪৬৯ বলে ২৩টি চার আর দুটি ছক্কায় সাজানো। অপরাজিত ৩০২ রান করে মাঠ ছাড়েন তিনি।

৩ উইকেট হারিয়ে ৫৭৯ রান করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। দ্বিতীয় দিন শেষে এক উইকেট হারিয়ে ৬৯ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের পর এটি ইতিহাসের দ্বিতীয় ডে-নাইট টেস্ট। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মিসবাহ উল হক। আরেক ওপেনার সামি আসলাম করেন ৯০ রান। আর তিন নম্বরে নামা আসাদ শফিক করেন ৬৭ রান।

চার নম্বরে ব্যাট হাতে নেমে বাবর আজমের ইনিংসটি ছিল ৬৯ রানের। এর আগের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডেতেই টানা শতক হাঁকিয়েছিলেন তিনি। অভিষিক্ত টেস্টেও দুর্দান্ত ব্যাট করেন বাবর আজম। আর দলপতি মিসবাহও ব্যাট থেকে আসে অপরাজিত ২৯ রান।

ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয় ওপেনার লিয়ন জনসন ব্যক্তিগত ১৫ রানের মাথায় ইয়াসির শাহর বলে এলবির ফাঁদে পড়ে বিদায় নেন। আরেক ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট ৩২ এবং তিন নম্বরে নামা ড্যারেন ব্রাভো ১৪ রান নিয়ে অপরাজিত আছেন। ৫১০ রান পিছিয়ে থেকে তৃতীয় দিন ব্যাট করতে নামবে ওয়েস্ট ইন্ডিজ।

আজহার আলীর আগে পাকিস্তানের হয়ে আরও তিন কিংবদন্তি ব্যাটসম্যান ত্রিপল শতকের দেখা পান। হানিফ মোহাম্মদ করেছিলেন ৩৩৭ রান, ইনজামাম উল হক করেন ৩২৯ রান আর ইউনিস খান করেন ৩১৩ রান। চতুর্থ পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে টেস্টে ত্রিপল শতক হাঁকান আজহার।

বাংলাদেশ সময়: ০২০১ ঘণ্টা, ১৫ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।