ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রোববার শুরু বিএসজেসি মিডিয়া ক্রিকেট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
রোববার শুরু বিএসজেসি মিডিয়া ক্রিকেট ছবি: দীপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির (বিএসজেসি) ব্যবস্থাপনায় এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় আগামীকাল (১৬ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ওয়ালটন-বিএসজেসি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০১৬। ৬ দিনব্যাপী এ আসরে দেশের স্বনামধন্য ২৪টি মিডিয়া হাউজ খেলবে ৮টি গ্রুপে বিভক্ত হয়ে।

অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে ১০টি ইলেকট্রনিকস মিডিয়া, ১১টি প্রিন্ট মিডিয়া ও ৩টি অনলাইন নিউজ পোর্টাল। এ আসরে প্রথমবারের মতো অংশ নিতে যাওয়া দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম প্রথম পর্বে খেলবে চ্যানেল আই ও সংবাদ প্রতিদিনের বিপক্ষে। টুর্নামেন্টের দ্বিতীয় দিন (সোমবার, ১৭ অক্টোবর) দুপুর ১২টায় বাংলানিউজ তাদের প্রথম ম্যাচ খেলবে সংবাদ প্রতিদিনের বিপক্ষে।

আগামীকাল সকাল ১০টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম খেলায় গ্রুপ সি’তে মুখোমুখি হবে এটিএন নিউজ ও বিডি নিউজ২৪ ডটকম। একই সময় অপর ম্যাচে গ্রুপ জি’তে খেলবে বাংলা ট্রিবিউন ও দ্য ডেইলি স্টার।

এরপর বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে টুর্নামেন্টে উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.শ্রী বীরেন শিকদার। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে চ্যানেল আই ও সংবাদ প্রতিদিন।  

টুর্নামেন্ট উপলক্ষে শনিবার (১৫ অক্টোবর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. মঈন উদ্দিন তারেক, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শামীম, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান, অপারেটিং ডিরেক্টর উদয় হাকিম, সিনিয়র ডেপুটি ডিরেক্টর ফিরোজ আলম।
আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক কামাল হোসেন বাবলু ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক মো. ইয়াহিয়াসহ অন্যান্যরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে ৫০ হাজার টাকা। রানার্সআপ দল পাবে ৩০ হাজার টাকা। সেমিফাইনালের পরাজিত দুই দল পাবে ১০ হাজার টাকা করে প্রাইজমানি।  

এছাড়া ম্যান অব দ্য টুর্নামেন্ট পাবেন ১০ হাজার ও ম্যান অব দ্য ফাইনাল পাবেন ৫ হাজার টাকা। প্রতি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার হিসেবে থাকছে ক্রেস্ট।  

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে প্রথম পর্বের খেলা। প্রতিটি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে উঠবে। এরপর নকআউট পর্বের ভিত্তিতে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। ম্যাচের দৈর্ঘ্য ৬ ওভার, প্রতি দলে অংশ নিতে পারবেন ৭জন ক্রিকেটার। তবে ১০জন খেলোয়াড় নিবন্ধন করার সুযোগ রয়েছে।

চাইলে একটি দল পেশাদার কোনো খেলোয়াড়কে ‘অতিথি খেলোয়াড়’ ক্যাটাগরিতে দলে অন্তর্ভূক্ত করতে পারবেন। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের নীল টার্ফে অনুষ্ঠিত হবে। পুরো মাঠটিকে দুই ভাগে বিভক্ত করে একই সময়ে দুটি ম্যাচ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

উদ্বোধনী দিনে যারা লড়বে:
১. এটিএন নিউজ-বিডি নিউজ২৪ ডটকম (গ্রুপ-সি, সকাল ১০টা)
২. বাংলা ট্রিবিউন-দ্য ডেইলি স্টার (গ্রুপ-জি, সকাল ১০টা) 
৩. চ্যানেল আই-সংবাদ প্রতিদিন (গ্রুপ-ই, সকাল ১১টা) 
৪. বিটিভি-মানবকণ্ঠ (গ্রুপ-এইচ, সকাল ১১টা)
৫. যমুনা টিভি-নিউ নেশন (গ্রুপ-বি, দুপুর ১২টা) 
৬. জিটিভি-বনিক বার্তা (গ্রুপ-এফ, দুপুর ১২টা)।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ১৫ অক্টোবর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।