ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও একইভাবে খেলবেন সৌম্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও একইভাবে খেলবেন সৌম্য ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: প্রায় দুই ঘণ্টা উইকেটে থেকে ৯৬ বলে মাত্র ৩৪ রান। কোথায় চার-ছক্কার ফুলঝুরি থাকবে উল্টো একের পর এক ডট বল দিয়ে যাওয়া।

সৌম্য নামটার সঙ্গে যায় না। কিন্তু সৌম্য ভালোই জানেন ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে জায়গা পেতে হলে এটাই বেশি জরুরি।

প্রথম প্রস্তুতি ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সৌম্য সরকার। শনিবার অনুষ্ঠিত প্রথম প্রস্তুতি ম্যাচে সেই প্ল্যান অনুসারে সফলতা পাওয়ার পর সৌম্যর বার্তা, ‘দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও এভাবে খেলতে চাই। ’

প্রায় দুই ঘণ্টা (১১৪ মিনিট) ধরে উইকেটে পড়ে থাকার চিন্তা কিভাবে আসলো এমন প্রশ্নের মুখে হাসির রেখা টেনে সৌম্যর জবাব, ‘লং টাইম ধরে ব্যাটিং করে যাওয়ার প্ল্যান ছিল। সেই প্ল্যান অনুযায়ীই খেলেছি। অন্যদিকে মাঠটাও খুব স্লো ছিল, সহজে রান আসছিল না। তাই উইকেটে দীর্ঘক্ষণ থেকে রান করার চেষ্টা করেছি। ’

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও কি একই পরিকল্পনায় ব্যাটিং করবেন এর উত্তরে সৌম্য বলেন, ‘দ্বিতীয় ম্যাচেও একইভাবে সময় নিয়ে ব্যাটিং করতে চাই। ’
 
সৌম্যর সঙ্গে ওপেনিংয়ে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছেন শাহরিয়ার নাফিস। ৭৯ বলে খেলেছেন ৫১ রানের ইনিংস। সিনিয়রের এমন ইনিংস নিয়ে গলায় উচ্ছ্বাসিত প্রশংসা ঝরেছে অনুজ সৌম্যর।

নাফিসের ইনিংস সম্পর্কে বলতে গিয়ে সৌম্য বলেন, ‘নাফিস ভাই অনেক সহজে খেলেছেন। তার ব্যাটিং দেখে মনে হয়নি কোনো জড়তা আছে। তিনি তার মেরিট অনুযায়ী খেলেছেন। আমার ইচ্ছে ছিল নাফিস ভাই খেলছেন, আমি নন-স্ট্রাইকিং প্রান্ত থেকে তার ব্যাটিং দেখি। তিনি কিভাবে ব্যাটিং করছেন তা পর্যবেক্ষণ করাটাই মাথায় ছিল। ’

ইংল্যান্ডের চার স্পিনারই খুব ভালো বল করেছেন উল্লেখ করে সৌম্য জানান, ‘ওরা চারজনই খুব ভালো বোলিং করেছেন। ভালো জায়গায় বল ফেলেছেন। শুরুর দিকে টার্ন না পেলেও শেষের দিকে বেশ ভালো টার্ন পেয়েছেন। বিশেষ করে আদিল রশিদ গুগলিটা বেশ ভালোই করেছে। তবে সতর্ক থেকে খেললে আমার মনে হয় না তাদের বিপক্ষে ব্যাটিং করা কঠিন হবে। ’

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
টিএইচ/এমআরপি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।