ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘তাসকিনকে টেস্টে নেব ভেবে প্রস্তুতি ম্যাচে রাখিনি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
‘তাসকিনকে টেস্টে নেব ভেবে প্রস্তুতি ম্যাচে রাখিনি’ ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এম এ আজিজ স্টেডিয়াম থেকে: ইংল্যান্ডের বিপক্ষে যথারীতি ওয়ানডে সিরিজে থাকলেও টেস্টের আগের প্রস্তুতি ম্যাচে টাইগার পেসার তাসকিন আহমেদের নাম ছিল না। কিন্তু হঠাৎ করে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে তাসকিন আহমেদকে রাখায় অনেকেই ভেবেছিলেন হয়তো টেস্টেও থাকছেন তিনি।

তবে শনিবার প্রধান কোচ হাথুরুসিংহের ‘তাসকিনের ক্যারিয়ার ধ্বংস করতে চাইনা’ মন্তব্যের পর বুঝাই গিয়েছিল সাদা পোশাকে এখনি সুযোগ হচ্ছে না তাসকিনের। যথারীতি রোববার বিকেলে ঘোষিত ১৪ সদস্যের দলে জায়গা হয়নি তার।

তাসকিনের বিষয়টি নিজ উদ্যোগে পরিস্কার করলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

তিনি জানান, অনেক গণমাধ্যমে খবর বেরিয়েছে টেস্টে খেলানোর জন্যই তাসকিনকে প্রস্তুতি ম্যাচের দলে ঢোকানো হয়েছে। বিষয়টি সঠিক নয়। আমরা মূলত তাকে পরখ করার জন্যই প্রস্তুতি ম্যাচে নিয়েছি। দেখেছি সে দীর্ঘ পরিসরের ক্রিকেটে কিভাবে মানিয়ে নিতে পারে? এজন্যই তাকে প্রস্তুতি ম্যাচের দলে রাখা। বিষয়টি অন্যভাবে দেখার সুযোগ নেই।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোরর ১৬, ২০১৬
টিএইচ/এমআরপি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।