ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মঈন আলীর সফলতার মূলে ‘রিভিউ’!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
মঈন আলীর সফলতার মূলে ‘রিভিউ’! ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: অভিষেকেই মেহেদী হাসান মিরাজের পাঁচ উইকেট নেওয়ার দুর্দান্ত পারফরম্যান্সের মতোই দিনবর আলোচনায় থাকলো মঈন আলীর রিভিউ’র কল্যাণে টানা ছয় বলে তিনবার বেঁচে যাওয়া এবং বাংলাদেশ রিভিউ নিয়েও দু’বার তাকে আউট করতে না পারার কথা।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) প্রথম টেস্টের প্রথম দিনে মঈন আউট হতে পারতেন ২, ১৪, ১৭ কিংবা ২৯ রানে।

কিন্তু বেঁচে গেলেন প্রত্যেকবারেই। তার এতবার জীবন পাওয়াকে ভাগ্য ছাড়া আর কিই বা বলা যায়। তাইতো শেষবার যখন মঈন বেঁচে যান বাংলাদেশের তামিম ইকবাল দুষ্টুমি করে তাকে মাথায় ফুঁ দিয়ে ‘দোয়া’ করে দিতে অনুরোধ করলেন!

নিজে রিভিউ নিয়ে বেঁচে যাওয়া আবার বিপক্ষ দলে রিভিউ নিয়েও কাজ না হওয়ার পর ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রান উঠেছে তার ব্যাটেই। ৬৮ রান করে মিরাজের বলে ফিরেছেন তিনি।

প্রথমদিনের খেলা শেষে ইংল্যান্ডের সেরা পারফরমার আসলেন সংবাদ সম্মেলনে। তার কাছে ইংলিশ মিডিয়া স্কাই স্পোর্টসের প্রতিনিধি জানতে চাইলেন, আজ আপনার সফলতার পেছনের গোপন রহস্য কী? এর জবাবে মঈন হেসে উত্তর দিলেন, ‘রিভিউ’। হাসছেন মঈন আলী। মঞ্চজুড়েও হাসির রোল!

এরপর অবশ্য হাসি থামিয়ে ইংল্যান্ড অলরাউন্ডার বললেন, ‘বাংলাদেশ খুব ভালো বল করেছে। আমি ভালো বলগুলো দেখেশুনে খেলে ও ছেড়ে দিয়ে খারাপ বল পানিশ করার চেষ্টা করেছি। তাতেই সফলতা এসেছে। ’

মিরাজের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে দিন শেষে ইংলিশদের সংগ্রহ সাত উইকেটে ২৫৮। বাকি দু’টি নিয়েছেন সাকিব আল হাসান।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
টিএইচ/টিসি/এমআরএম

আরও পড়ুন...
* মঈন আলীর ‘পাঁচ জীবন’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।