মিরপুর থেকে: ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক মেহেদি হাসান মিরাজের উজ্জ্বল ভবিষ্যত দেখছেন মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের এ টেস্ট অধিনায়কের মতে, ‘মিরাজ যে টাইপের এবং মানসিকতার খেলোয়াড় আমার মনে হয় অবশ্যই ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে।
চট্টগ্রাম টেস্টে ৭ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা মেহেদি হাসান মিরাজ ঢাকা টেস্টের দুই ইনিংসে ৬টি করে মোট ১২ উইকেট নেন। ক্যারিয়ারের প্রথম টেস্ট সিরিজে ১৯ উইকেট নিয়ে যে কোনো টেস্ট সিরিজে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার এখন মিরাজ।
টেস্ট দলে নতুন ক্রিকেটারদের অবদান রাখা দেখে স্বস্তিতে মুশফিক, ‘আমাদের যারা সিনিয়র খেলোয়াড় আছে শুধু তারা না যারা জুনিয়র ওরাও অবদান রাখছে। এটার জন্য খু্বই ভালো লাগছে। এখন দলে আমাদের পারফরমারের সংখ্যা অনেক বেশি। একজন অধিনায়কের জন্য স্বস্তির ব্যাপার যে সাত বা আট নাম্বারে বা যারা নতুন আসছে দলে তারা অনেক অবদান রাখছে দলের জন্য ‘
মিরাজের ব্যাপারে আলাদা করে মুশফিক বলেন, ‘আমরা অনেক আগে থেকেই পরিকল্পনা করেছি যে ইংল্যান্ড আসলে আফগানিস্তানের বিপক্ষে না খেলিয়ে ওকে ইংল্যান্ডের সাথে খেলাবো। ওর সম্পর্কে ওরা (ইংল্যান্ড) যেন কোনো কিছুই না জানতে পারে। তবে এটা সত্যি কথা মিরাজ যে এতো ভালো করবে এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করিনি। সম্পূর্ণ কৃতিত্ব ওর। ’
মিরাজের অফস্পিন ঘূর্নিতে ঢাকা টেস্টের তৃতীয় দিনে চা-বিরতির পর দিশেহারা হয়ে পড়ে ইংলিশ ব্যাটসম্যানরা। তৃতীয় সেশন শুরুর আগে স্কোরবোর্ডে বিনা উইকেটে ১০০ রান নিয়ে বিরতিতে যায় সফরকারীরা। এরপর ৬৪ রান যোগ হতেই শেষ হয়ে যায় ইংলিশদের দ্বিতীয় ইনিংস।
প্রথম ইনিংসের মতোই নিজের নামের পাশে মিরাজ লেখান ৬টি উইকেট। সাকিব ৪ উইকেট তুলে নিলে ২৭৩ রানের টার্গেটে খেলতে নামা ইংলিশরা থামে ১৬৪-এ। ১০৮ রানে ঢাকা টেস্ট জিতে নেয় মুশফিকুর রহিমের দল। ১-১ সমতায় শেষ হয় দুই ম্যাচের টেস্ট সিরিজ। ম্যাচ সেরা, সিরিজ সেরা-দুটি পুরস্কারই ওঠে মিরাজের হাতে।
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এসকে/এমআরএম