ঢাকা: মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শেষ হয়ে গেছে তিন দিনেই। নির্ধারিত সময়ের দুই দিন আগে বাংলাদেশ সফর শেষ হয়ে গেলেও পুর্বনির্ধারিত সময়েই ঢাকা ছাড়বে ইংল্যান্ড দল।
আগামী বুধবার (০২ নভেম্বর) দুপুর সোয়া ১২টায় জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে ভারতের উদ্দেশে যাত্রা করবে তারা। বিসিবি সূত্র বাংলানিউজকে এটি নিশ্চিত করেছে।
ভারতের মাটিতে পাঁচটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। সূচি অনুযায়ী আগামী ০৯ নভেম্বর রাজকোটে প্রথম টেস্ট খেলতে নামবে ইংলিশরা।
ইংল্যান্ডের এবারের বাংলাদেশ সফর খুব বেশি ভালো হয়নি। ওয়ানডে সিরিজ ২-১ এ জিতে নিলেও প্রত্যেকটি ম্যাচই তারা ধুঁকেছে টাইগারদের সামনে। দুটি ম্যাচই শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর জিতেছে তারা।
চট্টগ্রামে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টাইগাররা হারের শঙ্কায় ফেলেছিল ইংলিশদের। তবে শেষ অবধি ২২ রানে জয় পায় তারা। মিরপুরের দ্বিতীয় টেস্টে নাস্তানাবুদ হয় সফরকারীরা। টেস্টে প্রথমবারের মতো স্বাগতিক বাংলাদেশের কাছে হারের লজ্জা পায় অ্যালিস্টার কুকের দল।
বাংলাদেশের সঙ্গে হারের পর ভারত সফর কতটা কঠিন হয়ে গেল-এমন প্রশ্নের জবাবে ইংলিশ অধিনায়ক জানান, ‘হারলে দলের মাঝে তার প্রভাব কিছুটা হলেও থাকে। আমরা চেষ্টা করবো হতাশা ভুলে ভারতে নতুন করে শুরু করতে। ’
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ৩১ অক্টোবর ২০১৬
এসকে/এমআরপি