ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রংপুর রাইডার্সে ইংলিশ অলরাউন্ডার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
রংপুর রাইডার্সে ইংলিশ অলরাউন্ডার ছবি: সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম ডসনকে শেষ মুহূর্তে দলে ভিড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্স। নিরাপত্তার কোনো ঝুঁকি না থাকায় বাংলাদেশে খেলবেন এই ইংলিশ ক্রিকেটার।

আগামী ০৪ নভেম্বর শুরু হবে ঘরোয়া ক্রিকেটের জমজমাট আসর বিপিএল। এবারের আসরে অংশ নিচ্ছে সাতটি ফ্র্যাঞ্চাইজি।

লিয়াম ডসন সদ্য শেষ হওয়া বাংলাদেশের বিপক্ষে ইংলিশদের ওয়ানডে স্কোয়াডে ছিলেন। তবে, কোনো ম্যাচে নামা হয়নি এই অলরাউন্ডারের। তাকেই রেখে দিয়েছে রংপুর রাইডার্স।

এবারের আসরে বাংলাদেশের সাবেক ব্যাটসম্যান জাভেদ ওমর বেলিম রংপুরের কোচ হিসেবে যোগ দিয়েছেন। দলটিতে নেতৃত্ব দেবেন পাকিস্তানের সাবেক টি-টোয়েন্টির দলপতি শহীদ আফ্রিদি। চলতি বছর ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে আফ্রিদি-ডসন খেলেছেন হ্যামশায়ারের হয়ে।

বিপিএলের নতুন আসরে ইংলিশ ক্রিকেটার রবি বোপারা, সামিত প্যাটেলরাও খেলবেন বলে নিশ্চিত করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেওয়া নিরাপত্তায় সন্তুষ্ট হয়ে তারা এই আসরে খেলার জন্য রাজি হন।

বিপিএলের আসরে খেলার ব্যাপারে ডসন জানান, ‘এটা আমার জন্য নতুন একটি চ্যালেঞ্জ। এই টুর্নামেন্টে বিশ্বের সেরা সব ক্রিকেটাররা খেলবেন। তাই স্বাভাবিকভাবেই আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। আমি আশাবাদি পুরো টুর্নামেন্টে নিজের সেরাটা দিতে পারবো এবং নিজেকে আরও গর্বিত করার সুযোগ পাবো। ’

০৪ নভেম্বর বিপিএলের আসন্ন টুর্নামেন্টের পর্দা উঠে আগামী ০৯ ডিসেম্বর ফাইনাল ম্যাচের মধ্যদিয়ে এর পর্দা নামবে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ৩১ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।