ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শীর্ষে ঢাকা, রানে নাফিস, উইকেটে শফিউল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
শীর্ষে ঢাকা, রানে নাফিস, উইকেটে শফিউল বাঁ থেকে ঢাকা ডায়নামাইটস, নাফিস ও শফিউল- ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ইতোমধ্যে ঢাকা পর্বের প্রথম ধাপের খেলা শেষ। যেখানে রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস খেলেছে তিনটি করে ম্যাচ। বাকি পাঁচটি দল খেলেছে সমান চারটি করে ম্যাচ। আর ঢাকা পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ঢাকা ডায়নামাইটস।

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ইতোমধ্যে ঢাকা পর্বের প্রথম ধাপের খেলা শেষ। যেখানে রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস খেলেছে তিনটি করে ম্যাচ।

বাকি পাঁচটি দল খেলেছে সমান চারটি করে ম্যাচ। আর ঢাকা পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ঢাকা ডায়নামাইটস।

চট্টগ্রাম পর্বের খেলা শুরু হবে ১৭ নভেম্বর থেকে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচে লড়বে ঢাকা-চিটাগাং। রাতের ম্যাচ খেলবে রংপুর-বরিশাল। ২২ নভেম্বর পর্যন্ত প্রতিদিনই মাঠে গড়াবে দুটি করে ম্যাচ। ২৫ নভেম্বর ঢাকায় শুরু হবে টুর্নামেন্টের শেষ পর্ব।

ঢাকায় প্রথম পর্বের খেলায় দারুণ পারফরম্যান্স করেই ওপরে জায়গা করে নিয়েছে সাকিব আল হাসানের ডায়নামাইটস। চার ম্যাচের তিনটিতে জয় ও একটিতে হেরেছে নাসির হোসেন-মেহেদি মারুফদের নিয়ে গড়া দলটি। সমান ম্যাচে সমান জয় ও একটি হারে রান রেটে পিছিয়ে থেকে দুই ও তিনে রয়েছে মুশফিকুর রহিমের বরিশাল বুলস ও মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। তবে চার ম্যাচে কোনা জয় না পাওয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স রয়েছে তলানিতে।

বিপিএলের পয়েন্ট টেবিল:

দল                  ম্যাচ     জয়        পরাজয়    পয়েন্ট        
ঢাকা ডায়নামাইটস    ৪       ৩           ১            ৬
বরিশাল বুলস         ৪       ৩           ১            ৬
খুলনা টাইটান্স         ৪       ৩           ১            ৬
রংপুর রাইডার্স        ৩        ২           ১            ৪
রাজশাহী কিংস        ৩        ১           ২            ২
চিটাগং ভাইকিংস       ৪        ১           ৩           ২
কুমিল্লা ভিক্টোরিয়ান্স    ৪       ০            ৪           ০

এদিকে এবারের আসরে ব্যাটিংয়ে মাঠ মাতাচ্ছেন বরিশালের টপঅর্ডার ব্যাটসম্যান শাহরিযার নাফিস। দুর্দান্ত খেলে এখন পর্যন্ত রয়েছেন শীর্ষে। যেখানে তিনি করেছেন সর্বোচ্চ তিনটি অর্ধশতক। কম যান না একই দলের অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি রয়েছেন দ্বিতীয়তে। তবে মজার কথা এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় শীর্ষ পাঁচ ব্যাটসম্যানই বাংলাদেশের। পরের তিন জন হলেন, মেহেদি মারুফ (ঢাকা), সাব্বির রহমার (রাজশাহী) ও তামিম ইকবাল (চিটাগং)।

সর্বোচ্চ রানের তালিকায় সেরা পাঁচ:

ব্যাটসম্যান            ম্যাচ        রান        সর্বোচ্চ

নাফিস                   ৪             ১৮৪        ৬৫
মুশফিক                  ৪             ১৭৪         ৮১*
মারুফ                    ৪             ১৭০         ৭৫*
সাব্বির                   ৪             ১৫৭         ১২২
তামিম                    ৪            ১৪৩          ৭৫

বোলিংয়ে বাজিমাত করেছেন খুলনা টাইটান্সের পেসার শফিউল ইসলাম। এখন পর্যন্ত সবাইকে পেছনে ফেলে রয়েছেন শীর্ষে (৮ উইকেট)। ঢাকার পেসার মোহাম্মদ শহীদ সমান উইকেট পেলেও খানিকটা বেশি রান দেওয়ায় রয়েছেন দ্বিতীয়তে। পরের তিনজন হলেন, শহীদ আফ্রিদি (রংপুর), মোহাম্মদ নবী (চিটাগং) ও জুনায়েদ খান (খুলনা)

সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সেরা পাঁচ:

      
ব্যাটসম্যান            ম্যাচ    উইকেট        সেরা

শফিউল              ৪            ৮          ৪/২৮
শহীদ                 ৪            ৮          ৩/২১
আফ্রিদি              ৩            ৭           ৪/১২
নবী                  ৪             ৭           ৪/২৪
জুনায়েদ             ৪             ৭           ৪/২৩

এদিকে আসরে এখন পর্যন্ত একটিই সেঞ্চুরি এসেছে রাজশাহীর সাব্বির রহমানের। বরিশালের বিপক্ষে তিনি ১২২ রানের ইনিংস খেলেছেন। তবে সর্বোচ্চ গড় বরিশাল দলনেতা মুশফিকের (১৭৪), আর সর্বোচ্চ স্ট্রাইক রেট ঢাকার শ্রীলঙ্কান ব্যাটসম্যান সেকেগু প্রসন্নার (২১১)।

বোলিংয়ে এক ম্যাচে সর্বোচ পাঁচ উইকেট নিয়ে এখন পর্যন্ত সেরা বোলিং ফিগার রাজশাহীর আবুল হাসান রাজুর। তিনি খুলনার বিপক্ষে চার ওভারে ২৮ রানের বিনিময়ে পাঁচ উইকেট তুলে নেন। তবে সেরা ইকোনোমি রেট সেকেগু প্রসন্নার (৪)।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ১৫ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।