ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘লাহোরে ফাইনাল আয়োজন পাগলামি’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
‘লাহোরে ফাইনাল আয়োজন পাগলামি’ ইমরান খান-ছবি:সংগৃহীত

চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল লাহোরে করার পরিকল্পনা প্রায় নিশ্চিত। তবে এ ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন দেশটির বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান। তার কাছে এটি পাগলামি ছাড়া আর কিছুই নয়।

আগামী ৫ মার্চ গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের পাঞ্জাব সরকার।

এ প্রসঙ্গে এক টিভি সাক্ষাৎকারে ইমরান বলেন, ‘পিএসএলের ফাইনাল ম্যাচটি লাহোরে করার চিন্তাটা আমার কাছে পাগলামিই মনে হচ্ছে।

লাহোরে ফাইনালের ব্যাপারে সবুজ সংকেত দেওয়ার পরই শহরটিতে দুই থেকে তিনবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে পাঞ্জাব সরকার জানিয়েছে ফাইনালের জন্য তারা প্রচুর নিরাপত্তা ব্যবস্থা রাখবে। এমনকি ১০ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে।

ইমরান জানান, ফাইনাল লাহোরে আয়োজন করলেও পাকিস্তান ক্রিকেটের পরিবর্তন হবে না, ‘এই পরিস্থিতিতে ম্যাচ আয়োজনে আমরা কি বার্তা দিচ্ছি। ’

এদিকে ইমরানের সঙ্গে সুর মিলিয়েছেন পাকিস্তানের আরও দুই কিংবদন্তি জাভেদ মিঁয়াদাদ ও আমির সোহেল। জাভেদ বলেন, ‘ঐ দিন যদি কোনো ধরনের আপত্তিকর ঘটনা ঘটে তবে এর দায়িত্ব কে নেবে? আর এমন সিদ্ধান্ত আমরা কেন নিচ্ছি? আন্তর্জাতিক দলগুলো তো তারপরও পাকিস্তান সফর করবে না। ’

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।