ঢাকা, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

পুরুষদের ছাড়িয়ে গেল নারী বিশ্বকাপের প্রাইজমানি 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৬, সেপ্টেম্বর ১, ২০২৫
পুরুষদের ছাড়িয়ে গেল নারী বিশ্বকাপের প্রাইজমানি 

আন্তর্জাতিক ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়েছে আইসিসি। আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য যে প্রাইজমানি ঘোষণা করা হয়েছে, তা এবার পুরুষদের বিশ্বকাপকেও ছাড়িয়ে গেছে।

 

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে ৮ দলের অংশগ্রহণে ওয়ানডে বিশ্বকাপের আসর। এবারের টুর্নামেন্টে মোট প্রাইজমানি ধরা হয়েছে ১৩.৮৮ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ১৫৩ কোটি। এই অর্থ ২০২২ সালের নারী বিশ্বকাপের তুলনায় প্রায় চার গুণ বেশি।  

এবারের নারী আসরের পুরস্কারের অর্থ ২০২৩ সালের পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের চেয়েও বেশি। সেই আসরে পুরুষদের মোট প্রাইজমানি ছিল ১০ মিলিয়ন ডলার (১২১ কোটি টাকা)।  

আইসিসি চেয়ারম্যান জয় শাহ এক বিবৃতিতে বলেন, ‘এটি নারী ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এই প্রাইজমানি প্রমাণ করে, নারী ক্রিকেটাররা পুরুষদের সমান মর্যাদা ও স্বীকৃতির যোগ্য। ’

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন ডলার, রানার্স-আপ পাবে ২.২৪ মিলিয়ন ডলার, সেমিফাইনালিস্ট পাবে ১.১২ মিলিয়ন ডলার করে। এছাড়া, গ্রুপ পর্বে প্রতি ম্যাচ জয়ে থাকবে ৩৪,৩১৪ ডলার। ৫ম ও ৬ষ্ঠ দল পাবে ৭ লাখ ডলার করে। ৭ম ও ৮ম দল পাবে ২.৮ লাখ ডলার করে। এই পুরস্কার ছাড়াও প্রত্যেক অংশগ্রহণকারী দল পাবে ২.৫ লাখ ডলার।  

এফবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।