ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের ঐচ্ছিক অনুশীলনে বৃষ্টির বাধা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
টাইগারদের ঐচ্ছিক অনুশীলনে বৃষ্টির বাধা টাইগারদের ঐচ্ছিক অনুশীলনে বৃষ্টির বাধা

শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দেশটির উদ্দেশে গতকাল ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ঐচ্ছিক অনুশীলনে সেখানে বাধ সেধেছে বৃষ্টি। শ্রীলঙ্কায় বৃষ্টির কারণে টাইগাররা অনুশীলন করতে পারেনি।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২টা ২০মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ দলকে বহনকারী শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ইউএল-১৯০ নম্বর ফ্লাইটটি ঢাকা ছেড়ে যায়।

মঙ্গলবার প্রথমবারের মতো অনুশীলনে নামার কথা ছিল টাইগারদের।

তবে প্রথম দিন বৃষ্টির কবলে পড়ে মুশফিক-সাকিব-তাসকিন-মাহমুদউল্লাহরা।

বৃষ্টির কারণে ড্রেসিং রুমে বসে সময় কাটাতে হয় টাইগারদের। ড্রেসিং রুমে বসে এ সময় বৃষ্টির ছবি তোলেন মাহমুদউল্লাহ। তার ব্যক্তিগত ইন্সট্রাগ্রামে বৃষ্টির ছবিও প্রকাশ করেছেন। আর তাতে ক্যাপশন দেন, ‘অনুশীলনের আগে হালকা বৃষ্টি। ’ ফেসবুকেও বৃষ্টির একটি ভিডিও ছেড়েছেন মাহমুদউল্লাহ।
 
এক মাসেরও বেশি সময়ের শ্রীলঙ্কা সফরে স্বাগতিকদের বিপক্ষে পূর্নাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। লঙ্কায় পৌঁছে ভ্রমণ ক্লান্তি ভুলে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে টাইগাররা। দলের সবাই লঙ্কায় পৌঁছালেও শুধু তামিম ইকবাল এখনও দলের সঙ্গে যোগ দেননি।

শ্রীলঙ্কায় পৌঁছে বাংলাদেশের পেসার কামরুল ইসলাম রাব্বি সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। দ্বীপ রাষ্ট্রে পৌঁছে রাতে ডিনারের পর কিছুটা সময় কাটান তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান ও কামরুল ইসলাম রাব্বি। কালুবোভিলা ওয়েস্ট সমুদ্রসৈকতে খোলা আকাশের নিচে সেই ছবিতে বাকিদের দেখা যায় খাবার সামনে নিয়ে রাব্বির সেলফিতে।

শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের সিরিজের শুরুটা হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে। ২-৩ মার্চ মোরাতুয়া ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচটি খেলবে সফরকারীরা।

তিন দিন বিরতির পর ৭ মার্চ গলে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। প্রথম টেস্টের পর ১৫ মার্চ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে কলম্বোর পি সারা ওভালে।

টেস্ট সিরিজ শেষে কলম্বোতে ২২ মার্চ অনুষ্ঠিত হবে একদিনের একটি প্রস্তুতি ম্যাচ। এর দুই দিন বিরতির পর ২৫ মার্চ রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।
 
একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৮ মার্চ। ১ এপ্রিল সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে।
 
এরপর ৪ ও ৬ এপ্রিল কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যদিয়ে সিরিজের সমাপ্তি টানবে সফরকারী বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।